বাংলারজমিন
নজরুল জন্মবার্ষিকীর অনুষ্ঠান এবার ‘নজরুল মঞ্চে’ করার দাবি
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
৩ মে ২০২৫, শনিবারপ্রতি বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ময়মনসিংহের ত্রিশালের সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবার ত্রিশালের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানটি যেন তার স্মৃতিবিজড়িত স্থান ত্রিশালের দরিরামপুরে অবস্থিত ‘নজরুল মঞ্চে’ অনুষ্ঠিত হয় সে দাবি করেছেন। তাদের বক্তব্য, কবির স্মৃতিবিজড়িত স্থান ত্রিশালের দরিরামপুর। এখানে অবস্থিত ‘নজরুল মঞ্চ’ কবির স্মৃতিকে সম্মান জানিয়ে নির্মিত হয়েছে। তিনি একসময় এখানকার দরিরামপুর স্কুলে অধ্যয়ন করেছিলেন। ফলে এই স্থান নজরুলের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষ্য বহন করে। ত্রিশাল তথা ময়মনসিংহ অঞ্চলের আপামর জনগণের বিশ্বাস, নজরুল মঞ্চে আয়োজন হলে তা হবে সবচেয়ে সম্মানজনক ও যথার্থ। এতে স্থানীয় মানুষের অংশগ্রহণ যেমন বাড়বে, তেমনি জাতীয় পর্যায়ে নজরুল মঞ্চের ঐতিহাসিক গুরুত্ব ও মূল্যায়নও নতুন মাত্রা পাবে।
এই দাবির বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে, যাতে এই বছর থেকে জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান নিয়মিতভাবে নজরুল মঞ্চেই অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারী জানান, নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠান হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। জাতীয় পর্যায়ে অনুষ্ঠান হবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, ত্রিশালে নয়, কুমিল্লায় জাতীয় পর্যায়ের অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নজরুল ভক্তদের আশা, প্রশাসন এই আবেগঘন ও যৌক্তিক দাবির প্রতি সদয় দৃষ্টি দেবে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।