বাংলারজমিন
গাইবান্ধায় মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
৩ মে ২০২৫, শনিবার
মসজিদের জায়গা বিক্রি করার কথা বলে নেয়া ১১ লাখ ৫ হাজার ৫শ’ টাকা আত্মসাতের অভিযোগে কৃষক দল নেতা রুহুল আমিন ওরফে আল-আমিন এবং যুবলীগ নেতা মোমিন মিয়ার বিরুদ্ধে গাইবান্ধায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল দুপুরে গাইবান্ধা-নাকাইহাট সড়কে তিনগাছ তলা সংলগ্ন এলাকায় আল্-আকসা জামে মসজিদের সামনে মুসল্লিরা এ কর্মসূচি পালন করেন। অভিযুক্ত আল-আমিন জেলা কৃষক দলের সদস্য ও মোমিন গাইবান্ধা জেলা যুবলীগের সদস্য। এ ছাড়াও আল-আমিন ওই মসজিদের সাবেক সভাপতি ও মোমিন সাবেক সাধারণ সম্পাদক।
এলাকাবাসী ও ক্ষুব্ধ মুসল্লিরা বলেন, রুহুল আমিন মসজিদের জায়গা বিক্রি করার কথা বলে ১১ লাখ ৫ হাজার ৫শ’ টাকা নিয়েছেন। কিন্তু টাকা নিয়ে দীর্ঘদিনেও তিনি জমি দলিল করে দেননি। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও তিনি বিএনপি’র প্রভাব দেখিয়ে তার কোনো তোয়াক্কা করেননি। এ ছাড়া তার সঙ্গে যুবলীগ নেতা ও মসজিদের বর্তমান সেক্রেটারি মোমিন মিয়ার যোগসাজশে মসজিদের এসব টাকা আত্মসাৎ করেছেন তারা। মসজিদের সাবেক ক্যাশিয়ার ও ব্যবসায়ী মাসুম বলেন, মসজিদের জায়গা বিক্রি করতে চাইলে আমরা রুহুল আমিন ওরফে আল-আমিনকে ১১ লাখ ৫ হাজার ৫শ’ টাকা দেই। এই টাকা আমরা এলাকাবাসীসহ বিভিন্ন দানশীল ব্যক্তির দানের টাকা। কিন্তু আল-আমিন ১১ লাখ ৫ হাজার ৫শ’ টাকা নিয়ে আজও জায়গা দলিল করে দেয়নি। তিনি ৫ শতক জায়গার বাকি ৩ লাখ ৯৪ হাজার টাকাও নেয় না। আমাদের দেয়া ১১ লাখ ৫ হাজার ৫শ’ টাকাও ফেরত দেয় না। তিনি অভিযোগ করেন, আজ আমরা জমি এবং টাকার কথা বলতে গেলে হুমকি দেয়া হয়। মামলার ভয় দেখানো হয়। আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে এসবের প্রতিকার চাই। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। মসজিদের মুসল্লি সুমন বলেন, আমরা অনেক কষ্টে মসজিদের জায়গার জন্য টাকা দিয়েছি। কিন্তু রুহুল আমিন ও মোমিন যোগসাজশ করে টাকা আত্মসাৎ করেছেন। জমি রেজিস্ট্রি করে দেয়নি। বরং নিজেদের ইচ্ছামতো বল প্রয়োগ করে আল্-আকসা মসজিদের নাম পাল্টে সালাফী জামে মসজিদ নাম দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন সময়ে ওই জমি দলিল করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও তালবাহানা করতে করতে শেষ পর্যন্ত দেননি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা বাধ্য হয়ে রাস্তায় বিক্ষোভে নেমেছি। এ সময় তিনি অনতিবিলম্বে মসজিদের নামে জমি দলিলসহ অভিযুক্ত কৃষক দল নেতা রুহুল আমিন ও যুবলীগ নেতা মোমিনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।