বাংলারজমিন
গাজীপুরে বলাৎকারের অভিযোগে গণধোলাইয়ের পর গ্রেপ্তার হওয়া ইমামের মৃত্যু
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবারগাজীপুরে শিশু বলাৎকারের অভিযোগে গণধোলাইয়ের পর গ্রেপ্তার হওয়া ইমাম কারাগারে মারা গেছেন। তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। রোববার নগরের পূবাইলের হায়দরাবাদ এলাকার আখলাছ জামে মসজিদের ইমাম রহিজ উদ্দিনকে বলাৎকারের অভিযোগে স্থানীয়রা পাকড়াও করে গণধোলাই দেয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ওইদিনই তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ও গাজীপুর জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের জানান, ছেলে শিশু বলাৎকারের অভিযোগে রোববার এলাকাবাসী পূবাইলের হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব রহিজ উদ্দিনকে এলাকাবাসী আটক করে। পরে ইমাম রহিজ উদ্দিনকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে। নির্যাতিত ওই কিশোরের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রাতেই গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। রাত ৩টার তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার সকালে নিহতের মরদেহ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।