বাংলারজমিন
সিলেটের ৬ জনের বিরুদ্ধে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে স্বেচ্ছাসেবক দল নেতার মামলা
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
(৫ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৪:৫১ অপরাহ্ন
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটের ৬ জনকে আসামী করে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ (সাইবার ট্রাইব্যুনাল) আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (২২শে এপ্রিল) সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন ময়মনসিংহ জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, জুলাই আন্দোলনে আহত এবং সাবেক সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদল নেতা আল আমিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট, মিথ্যা অপপ্রচারের অভিযোগে দায়েরকৃত মামলায় আসামিরা হলেন- ১. সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ঘোলডুবা গ্রামের মো. শফিকুর রহমানের পুত্র মো. কাওছার আহমেদ (২৪), ২. সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার হলদিপুর চিলাউরার খাগাউড়া গ্রামের হরুল মিয়ার পুত্র হামিদ মিয়া (২৫), ৩. মৌলভীবাজার জেলার বড়লেখা থানার শাহাবাজাপুর ইউপির গ্রামতলা গ্রামের মোখলেছুর রহমান চৌধুরীর পুত্র মোঃ সানাউর রহমান চৌধুরী (২৮), ৪. একই জেলার জুড়ী থানার জাফরনগর ইউপির ভূগতেরা গ্রামের নজরুল হোসেন মজনুর পুত্র মেহেদী হাসান মিশাল (২৪), ৫. সুনামগঞ্জের জেলার দোয়ারাবাজার থানার বাংলাবাজার মির্ধারপাড়া গ্রামের উস্তাদ আলীর পুত্র মোস্তাফিজুর রহমান সোহাগ (২১) ও ৬. সিলেট জেলার কানাইঘাট উপজেলার মানিকগঞ্জ বাজার ধলিবিল দক্ষিণ (নওয়াগাউ) গ্রামের মৃত আলী আহমদের কন্যা শুহাদা বেগম (৩২)।
মামলার উল্লেখ করা হয়, আসামিরা সকলেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর এবং কট্টর বিএনপি বিরোধী চক্রের সদস্য। তারা মামলার বাদীকে নিয়ে ফেসবুকে বিদ্বেষমূলক অপপ্রচার চালিয়ে আসছে। এজাহারের সাথে তাদের ফেসবুক আইডির পোস্টের স্ক্রিনশটের কপি সংযুক্ত করা হয়েছে।
মামলার বাদী ময়মনসিংহ জেলার ফুলপুর থানার পায়ারী রোড এলাকার বাসিন্দা শাহজাহান মিয়ার পুত্র আল আমিন জানান, ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টের পতনের পর থেকে তারা সংঘবদ্ধভাবে আমাকে নিয়ে নানা মিথ্যা আপত্তিকর পোস্ট করে আসছে। আমি নিষেধ করার পরেও তারা এই অপপ্রচার বন্ধ না করায় আমি বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত আমার মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।