বাংলারজমিন
ফ্যাসিস্ট আমলে শ্রমিকরা বঞ্চনার শিকার হয়েছিলো -মিফতাহ সিদ্দিকী
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৩ মে ২০২৫, শনিবারমহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার উদ্যোগে এক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নগরীর কুমারপাড়া থেকে র্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। সিলেট জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহ আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপি’র সহ- সভাপতি সাদিকুর রহমান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দল নেতা লিটন চৌধুরী, আব্দুল লতিফ, নিজাম আহমদ, সুহেল আহমদ, ময়নুল ইসলাম চৌধুরী অপু, মো. জুমায়েল ইসলাম জুমেল প্রমুখ। সমাবেশে শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা আহ্বায়ক হাজী সুরমান আলীর সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এ ছাড়াও সিলেট জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌর সভা, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ব্যানার সহকারে মে দিবসের র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে শ্রমজীবী ও মেহনতি মানুষেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন। শ্রমিকদের নাম ব্যবহার করে আওয়ামী লীগের দোসররা চাঁদাবাজি, লুটপাট ও নৈরাজ্য করেছে। স্বৈরাচার সরকারের পতনের পর শ্রমিকরা নিরাপদে কাজ করতে পারছেন।