ঢাকা, ৩ মে ২০২৫, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

গাজীপুরে ইমামের মৃত্যুতে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১ মে ২০২৫, বৃহস্পতিবার
mzamin

গাজীপুর মহানগরের পুবাইলে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে মব ভায়োলেন্স সৃষ্টি করে নির্যাতন ও পরে কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুতে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাজবাড়ী সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বহুল আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। এ ছাড়াও সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় মহাসচিব আনম মাসুদ হোসেন আল কাদেরী, জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল কাদরী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, অমানবিক নির্যাতন চালিয়ে রইসকে শহীদ করা হয়েছে। তার স্ত্রী থানায় মামলা জমা দিলেও মামলাটি এখনো রেকর্ড করা হয়নি। মামলা গ্রহণ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে গাজীপুর প্রেস ক্লাবের সামনে এসে কর্মসূচি শেষ করেন।
এর আগে বলাৎকারের অভিযোগ তুলে ওই ইমামকে গত ২০শে এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। এ সময়ে গলায় জুতার মালা দিয়ে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে নির্যাতন করা হয়। খবর পেয়ে পুবাইল থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে রাতেই তার মৃত্যু হয়। পরে এ মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে দাবি করে নিহতের পরিবার। ইমামকে নির্দোষ দাবি করে পিটিয়ে হত্যার অভিযোগে গত ২১শে এপ্রিল রাতে শুবাইল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের স্ত্রী। অভিযোগে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করা হয়েছে। নিহত রইস উদ্দিন (৩৫) চাঁদপুর জেলার মতলব থানার বাদশা মিয়ার ছেলে। গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status