বাংলারজমিন
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ছয় পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
১ মে ২০২৫, বৃহস্পতিবারসীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মান্দারীটোলা গ্রামের মোল্লা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মসজিদের ইমাম মাওলানা আবুল খায়ের, মোঃ চম্পা, মোশাররফ হোসেনসহআরও তিনটি পরিবার। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর আনুমানিক ২টার দিকে মসজিদের ইমাম মাওলানা আবুল খায়ের ঘরের বিদ্যুৎ মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবগুলো ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, তাদের ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবসহ প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তারা এখন নিঃস্ব অবস্থায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তবে ঘনবসতি ও দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।