বাংলারজমিন
বন্ধুকে ছাত্রলীগ বলে পুলিশে দিয়ে হবু বউকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
দুর্গাপুর প্রতিনিধি
১ মে ২০২৫, বৃহস্পতিবারনেত্রকোনার দুর্গাপুরে বন্ধুর হবু বউকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ আগে সে তার বন্ধুকে ছাত্রলীগ করে বলে পুলিশে ধরিয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার পর ছাত্রদল থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়। গতকাল মঙ্গলবার বিকালে বিরিশিরির একটি হোটেলে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার চণ্ডিগড় গ্রামের মজিবুর রহমানের ছেলে। গতকাল সকালে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী রাজধানীর একটি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার নেত্রকোনা শহরের একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের এক ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের মধ্যে বিয়ে ঠিকঠাক হয়। এ অবস্থায় সোমবার দুর্গাপুরে ঘুরতে যান। ভুক্তভোগীর হবু স্বামীর সঙ্গে ছাত্রদল নেতা ফয়সালের বন্ধুত্ব ছিল আগে থেকে। তার কথামতোই বিরিশিরিতে একটি হোটেলে ওঠেন তারা। মঙ্গলবার বিকাল ৩টার দিকে ভুক্তভোগীকে হোটেলে রেখে খাবার কিনতে যান হবু স্বামী। এ সুযোগে ফয়সাল পুলিশকে ফোন করে বলেন, তার বন্ধু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ যেন দ্রুত তাকে গ্রেপ্তার করে। পরে পুলিশ ওই ছাত্রকে আটক করে।
তিনি জানান, আটক হওয়ার পর ওই ছাত্র পুলিশকে জানান তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন। ঠিক এ সময় ফয়সাল ভুক্তভোগীর কক্ষে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তখনই পুলিশ ওই ছাত্রকে নিয়ে হোটেলে যায়। এ সময় ভুক্তভোগীকে উদ্ধারসহ ছাত্রদল নেতা ফয়সাল আহমদকে আটক করে পুলিশ। ওসি বলেন, পুরো ঘটনাটি দ্রুত সংঘটিত হয়েছে। বড়জোর আধাঘণ্টা সময়ের মধ্যে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া, মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থি সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয়কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।