বিশ্বজমিন
এবার ৩ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন পুতিন
মানবজমিন ডেস্ক
(৩ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ৬:৪৫ অপরাহ্ন

ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, প্রাথমিকভাবে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়েছে। যা ৮ মে সকাল থেকে ১১ মে পর্যন্ত চলবে। রাশিয়া ৯ মে যুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উদযাপন করবে। ১৯৪২-১৯৪৫ সালে জার্মানির সাথে এই যুদ্ধ হয়েছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, মানবিক দিক বিবেচনা করে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তবে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। রাশিয়া মনে করে সামনে ইউক্রেনীয় পক্ষের এমন উদাহরণ অনুসরণ করা উচিত। ইউক্রেন যদি যুদ্ধবিরতির ঘোষণা অমান্য করে তাহলে এর কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনীয় পক্ষ যদি যুদ্ধবিরতির ঘোষণা লঙ্ঘন করে তাহলে কঠোর জবাব দেবে রুশ সামরিক বাহিনী। ইউক্রেনের সংকট দূর করতে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পূর্বশর্ত ছাড়াই শান্তি আলোচনার প্রস্তুতি ঘোষণা করেছে রাশিয়া। এর আগে ইস্টার সানডে উপলক্ষে একইভাবে ৩০ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ক্রেমলিন। তখন উভয় পক্ষই একে অপরকে শত শত হামলার জন্য অভিযুক্ত করে। রাশিয়া-ইউক্রেন শান্তির আলোচনার জন্য এটি গুরুত্বপূর্ণ সপ্তাহ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন মন্তব্যের মধ্যেই ইউক্রেনে তিনদিন যুদ্ধ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মস্কো। দুই দেশের যুদ্ধ বন্ধ করতে মধ্যস্থতা করছে ওয়াশিংটন। তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে এ বিষয়ে কোনো অগ্রগতি না হলে তারা এই শান্তি আলোচনা থেকে নিজেদের সরিয়ে নেবে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করে রাশিয়া। যা এখনও চলমান। এ সময়ের মধ্যে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখলে নিয়েছে পুতিনের বাহিনী।