বিশ্বজমিন
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, নিহত আরও ১৭
মানবজমিন ডেস্ক
(৬ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ৭:৩৪ অপরাহ্ন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় নিহত হয়েছেন আরও ১৭ সন্ত্রাসী। পাকিস্তানের মিডিয়া উইং আইএসপিআরের তরফে এ তথ্য জানানো হয়। এর আগে ২৫-২৭ এপ্রিলের মধ্যে অভিযান চালিয়ে ৫৪ সন্ত্রাসীকে হত্যা করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।
দেশটির মিডিয়া উইংয়ের তরফে জানানো হয়েছে, ওই সন্ত্রাসীরা ভারতীয় প্রভুদের নির্দেশে কাজ করছিলো। তারা পাকিস্তানের ভেতরে হামলা চালানোর পরিকল্পনা করে। এদিকে তিন দিনের অনুপ্রবেশ বিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আইএসপিআর নিশ্চিত করে যে, সীমান্ত সুরক্ষিত রাখতে অস্থিতিশীলতার সকল প্রচেষ্টা ব্যর্থ করতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তানের সেনাবাহিনী।
এর আগে রোববার নিরাপত্তা বাহিনী পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। ২৫-২৭ এপ্রিল সময়ের মধ্যবর্তী রাতে অভিযান চালিয়ে ওই অনুপ্রবেশকারীদের হত্যা করা হয়। গোয়েন্দা সূত্রের তথ্য থেকে জানা যায়, বিদেশী মদতদাতাদের নির্দেশে ওই সন্ত্রাসী গ্রুপটি পাকিস্তানে হামলার পরিকল্পনা করছিলো। এদিকে দেশটির সেনাবাহিনীর সফল অভিযানের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এমন অভিযান পাকিস্তানের অগ্রগতির শক্তিশালী প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি। শেহবাজ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পুরো দেশ আমাদের নিরাপত্তা বাহিনীর পাশে আছে।