বিশ্বজমিন
কানাডায় গাড়ি হামলায় অভিযুক্তের বিরুদ্ধে হত্যার অভিযোগ বিচারকদের
মানবজমিন ডেস্ক
(৫ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ৪:৪৯ অপরাহ্ন

কানাডার পশ্চিমাঞ্চলীয় শহর ভ্যানকুভারে গাড়ি হামলায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে দেশটির বিচারকরা। পুলিশ জানিয়েছে, রোববার ফিলিপিনো কমিউনিটির একটি উৎসবমুখর জনসমাগমে গাড়ি হামলা চালায় ৩০ বছর বয়সী ওই ব্যক্তি। এতে শিশু এবং বৃদ্ধসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এছাড়া ওই ঘটনায় আহতের সংখ্যা কয়েক ডজন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, হামলায় জড়িত ওই ব্যক্তির নাম কাই-জি অ্যাডাম লো। যিনি ভ্যানকুভারের বাসিন্দা। তার বিরুদ্ধে মোট ৮টি হত্যা মামলার অভিযোগ এনেছে বৃটিশ কলাম্বিয়ার বিচারকরা। তার বিরুদ্ধে আরও অভিযোগ দায়ের করা হতে পারে বলে এক্সের এক পোস্টে জানিয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় গাড়ি হামলার পরপরই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর রোববার তাকে আদালতে হাজির করা হয়। রয়টার্সের কাছে আসা আদালতের নথিতে অ্যাডাম লো’র জামিনের কোনো আবেদন ছিল না। তবে ওই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগ নেই বলে নিশ্চিত করেছে আদালত। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মানসিক অসুস্থতার ‘উল্লেখযোগ্য ইতিহাস’ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার এক সংবাদ সম্মেলনে ভ্যানকুভারের ভারপ্রাপ্ত কনস্টেবল প্রধান স্টিভ রাই বলেছেন, এই ঘটনা আমাদের শহরের ইতিহাসে একটি কালো অধ্যায়। পুলিশ জানিয়েছে সমবেত জনতার ভিড়ে এলোপাথাড়ি গাড়ি উঠিয়ে দেয়ার ফলে অন্তত দুই ডজন মানুষ আহত হয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভ্যানকুভার শহরের বাসিন্দাদের জন্য ওই হামলায় পরবর্তী কোনো হুমকি নেই বলে জানিয়েছেন রাই। বিষয়টি নিখুঁতভাবে তদন্ত করতে ইতিমধ্যেই শতাধিক পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে। কানাডার নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে দেশটির গুরুত্বপূর্ণ শহরে হামলার ঘটনাটি ঘটলো। যা ফিলিপিনো সম্প্রদায়ের লাপু লাপু উৎসবে সমবেতদের লক্ষ্য করে চালানো হয়েছে। শনিবার সন্ধ্যায় ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয় এক ব্যক্তি। ঘটনাস্থলে ছিলেন খাদ্য বিক্রিকারী একটি ট্রাকের মালিক ইয়োসেব ভারদে। তিনি এ ঘটনাকে ভয়াবহ বলে অভিহিত করেছেন।
তিনি আরও বলেন, ওই গাড়িটি সরাসরি জনতার ভিড়ের মধ্যে উঠিয়ে দেয়া হয়। ইয়োসেব ভারদে বলেছেন, ওই গাড়িটি জনতার ভিড়ে যখন উঠিয়ে দেয়া হয়, তখন তার গতি ছিল ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার। এক পর্যায়ে চালককে থামানো হয়। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আশপাশের লোকজন তাকে আটক করে। তার ভাষায়- আমার মনে হচ্ছিল সে খুব বেশি ক্ষতি করে ফেলবে। ফুড ট্রাকের আশপাশে আমি শুধু মৃতদেহ পড়ে থাকতে দেখি। স্ত্রী ও সন্তানদের জন্য চিৎকার করে কাঁদছিলেন কেউ কেউ।
উল্লেখ্য, লাপু লাপু দিবস প্রতি বছর ২৭শে এপ্রিল পালন করেন ফিলিপিনোরা। স্প্যানিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই করা ফিলিপাইনের একজন জাতীয় বীর লাপু-লাপু। তার স্মরণে এ দিন পালন করেন ফিলিপিনোরা। ২০২৩ সাল থেকে ভ্যানকুভারে এ উৎসব পালিত হয়।
পাঠকের মতামত
এই ব্যক্তি মুসলিম হলে হয়তোবা সাথে সাথে সন্ত্রাসী হিসাবে ঘোষণা আসতে পারতো!
এই ব্যক্তি মুসলিম হলে হয়তোবা সাথে সাথে সন্ত্রাসী হিসাবে ঘোষণা আসতে পারতো!