বিশ্বজমিন
জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় এক সেনা নিহত
মানবজমিন ডেস্ক
(৪ দিন আগে) ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উধমপুরে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। কর্তৃপক্ষ বলেছে, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে দুদু-বসন্তগড় এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে ভারতীয় সেনারা। এই অভিযানের সময় নিহত হন ঝান্টু আলি শেখ নামের ওই সেনা। জম্মু-ভিত্তিক হোয়াইট নাইট কোরের এক্সের এক পোস্টে বলা হয়েছে, ঝান্টুকে এখন সকলেই স্যালুট জানাচ্ছেন, যিনি সন্ত্রাসদমনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তার অদম্য সাহস ও তার দলের বীরত্ব চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার শোকাহত পরিবারের পাশে আছি। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে এক সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। ওই হামলার দুই দিন পর নিহত হলেন ভারতীয় ওই সেনা সদস্য। সন্ত্রাসবিরোধী তল্লাশি অভিযান এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পাঠকের মতামত
Indian soldier is terrorist kashmiri is freedom fighter
Indian soldier is terrorist kashmiri is freedom foghter
যুদ্ধ করতে পারে না আবার মুসলমানদেরকে শেষ করতে আসে। এবার নাটকের শেষ করতে হবে