বিশ্বজমিন
ইয়েমেনে আশ্রয় শিবির লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩৫
মানবজমিন ডেস্ক
(৪ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৫৩ অপরাহ্ন

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ৩৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। ইরান সমর্থিত সশস্ত্র গ্রুপ হুথিরা সোমবার এ তথ্য জানিয়েছে। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, ওই হামলার পর এখনও ৩০ জনের মৃতদেহ নিখোঁজ রয়েছে। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, হুথি নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আশ্রয়কেন্দ্রটিতে ১১৫ জন আফ্রিকান অভিবাসী ছিলেন। তাদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
পাঠকের মতামত
এটাকি সন্ত্রাসী হামলা নয় নিরীহ মানুষকে হত্যা করা কোথায় পৃথিবীর মুনাফিক মুসলিমরা এখন কথা বলেনা কেনও। আল্লাহ আপনে বিচার করেন এই জালিমদের