খেলা
১৪ বছর বয়সী বৈভবকে যে সতর্কবার্তা দিলেন শেবাগ
স্পোর্টস ডেস্ক
(৫ ঘন্টা আগে) ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:৩৮ অপরাহ্ন

ক্যারিয়ারের শুরুতে দ্যুতি ছড়িয়ে পরে অতল গহ্বরে হারিয়ে যাওয়ার নজির শুধু ক্রিকেট কেনো, কোনো খেলাতেই কম নেই। উঠতি বয়সে তারকাখ্যাতি পেয়ে ধীরে ধীরে কক্ষপথ থেকে ছিটকে যান অনেকেই। ভারতীয় ক্রিকেটে তরুণ তুর্কি হয়ে আবির্ভাব হওয়া বৈভব সূর্যবংশীকে নিয়ে বীরেন্দ্র শেবাগের ভয়টাও একই জায়গায়। বৈভব যদি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) নিয়ে খুশি থাকে, এখনই যদি নিজেকে ‘কোটিপতি’ ভাবতে শুরু করে দেয় তবে তাকেও বেশিদিন দেখতে পাওয়া যাবে না বলে ধারণা দেশটির কিংবদন্তি এই ওপেনারের।
১৩ বছর বয়সে আইপিএলের মেগা নিলামে জায়গা করে নেন বৈভব। বয়সভিত্তিক ক্রিকেটে দারুণ কিছু ইনিংস উপহার দেয়া বৈভবের ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে তাকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। বয়স নিয়ে বিতর্ক থাকলেও আইপিএলের ইতিহাসে নিলামে দল পাওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার বনে যান বৈভব। শুরুর দিকে সুযোগ না পেলেও গত শনিবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামানো হয় তাকে। সে ম্যাচে আইপিএলে সবচেয়ে কম বয়সে অভিষিক্ত ক্রিকেটারও হয়ে যান ১৪ বছর ২৩ দিন বয়সী বৈভব। আইপিএলের মতো মঞ্চে এত কম বয়সে বাঘা বাঘা বোলারদের মোকাবেলা করার চাপ অনুভব করা বা ভয় পাওয়া স্বাভাবিক। তবে সেসবের কিছুই তোয়াক্কা না করে প্রথম বলেই দুর্দান্ত এক ছক্কা হাঁকান বৈভব। ১৮১ রান তাড়ায় নেমে ব্যক্তিগত ইনিংস যদিও খুব বেশি বড় করতে পারেননি তিনি। কিন্তু ৩ ছক্কা ও ২ চারে ২০ বলে ৩৪ রানের ইনিংসে ঠিকই জানিয়ে দেন নিজের আগমনী বার্তা। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও খেলার সুযোগ পান বৈভব। সে ম্যাচে ২ ছক্কায় ১২ বলে ১৬ রান করেন তিনি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলোচনায় বৈভব সূর্যবংশীকে বিরাট কোহলির মতো দীর্ঘ ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগ দিতে বলেন শেবাগ।
তিনি বলেন, ‘আমি অনেক খেলোয়াড়কে দেখেছি যারা এসেই একটি বা দু’টি ম্যাচে তারকাখ্যাতি অর্জন করে, তারপর কিছুই করতে পারে না। কারণ মনে করে তারা তারকা খেলোয়াড় হয়ে উঠেছে।’ শেবাগ যোগ করেন, ‘সূর্যবংশীর লক্ষ্য থাকা উচিত ২০ বছর ধরে আইপিএলে খেলার। বিরাট কোহলির দিকে দেখুন, সে ১৯ বছর বয়সে খেলা শুরু করেছিল। ১৮ আসরের সবগুলোতে সে খেলেছে। তার (বৈভব) এটিই অনুসরণ করা উচিত। তবে যদি সে এই আইপিএল নিয়েই খুশি থাকে এবং মনে করে সে এখন কোটিপতি, দুর্দান্ত অভিষেক হয়েছে এবং প্রথম বলেই ছক্কা মেরেছে, তবে পরের বছর হয়তো আমরা তাকে দেখতে পাবো না।’