খেলা
জয় দিয়ে নেপাল সফর শেষ বাংলাদেশের
স্পোর্টস রিপোর্টার
২৬ এপ্রিল ২০২৫, শনিবারপাঁচ ম্যাচের সিরিজ হারলেও শেষটা জয় দিয়ে শেষ করলো বাংলাদেশ নারী কাবাডি দল। লোলিতপুরের সাতদোবাতোয় পাঁচ ম্যাচের কাবাডি সিরিজ আগেই হেরে যায় বাংলাদেশ। গতকাল পঞ্চম ও শেষ ম্যাচটি ছিল ব্যবধান কমানোর সুযোগ। ২৮-২৩ পয়েন্টে জিতে সিরিজ হারের ব্যবধান কমাল শাহনাজ পারভীন মালেকার দল, ৩-২।
বাংলাদেশের জন্য শুরুটা অবশ্য মোটেও আশা জাগানিয়া ছিল না। প্রতিপক্ষের দাপটে কোণঠাসা হয়ে প্রথমার্ধ শেষ করে ১৪-৭ পয়েন্টে পিছিয়ে। ফলে আরেকটি হার চোখ রাঙানি দিতে থাকে। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এ অর্ধে একের পর এক পয়েন্ট তুলে নিয়ে ১৭-১৭ সমতায় ফেরে দল। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। সময় যত গড়াতে থাকে, ব্যবধানও বাড়িয়ে নিতে থাকে মেয়েরা। শেষ পর্যন্ত ৫ পয়েন্টের ব্যবধানে জিতে নেয় ম্যাচ। তাতে প্রথমবারের মতো নেপালের বিপক্ষে কাবাডি টেস্ট সিরিজ খেলার অভিজ্ঞতার শেষটা ভালোই হলো বাংলাদেশের মেয়েদের।