ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

তিন গেমসের প্রশিক্ষণ এনএসসি’র অধীনে

স্পোর্টস রিপোর্টার
২৬ এপ্রিল ২০২৫, শনিবার

আন্তর্জাতিক গেমসগুলোতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)-এর অধীনেই অংশগ্রহণ করে বাংলাদেশের দলগুলো। বিগত গেমসগুলোতে বিওএ’র তত্ত্বাবধানে প্রশিক্ষণ পরিচালিত হয়েছে। এবারই প্রথম গেমসের প্রশিক্ষণের দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) দেয়া হয়েছে। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক গেমসের সূচি রয়েছে। বুধবার বিওএ’র সভায় তিন গেমসে বাংলাদেশের ডিসিপ্লিনগুলো চূড়ান্ত হয়েছে। এবার প্রথম এই তিন গেমসের প্রশিক্ষণের দায়িত্বে  এনএসসি। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী সদস্যও। তিনি তিন গেমসের প্রশিক্ষণ নিয়ে বলেন,  ‘বুধবারের সভায় জাতীয় ক্রীড়া পরিষদকে আসন্ন তিন গেমসের প্রশিক্ষণের দায়িত্ব প্রদানের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।’ ফুটবল-ক্রিকেট ছাড়া দেশের অন্য সকল ফেডারেশনেই আর্থিক-অবকাঠামো সংকট রয়েছে। এক ভেন্যু একাধিক ফেডারেশন ব্যবহার করে। ভেন্যুগুলো এনএসসির অধীনে। আন্তর্জাতিক গেমসে সরকারের পক্ষ থেকে ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশিক্ষণ ও অংশগ্রহণের জন্য অর্থ প্রদান করে ক্রীড়া পরিষদ। এবারো সংস্থাটি মন্ত্রণালয় থেকে অর্থ সংগ্রহ করে ফেডারেশনগুলোকে প্রশিক্ষণের জন্য প্রদান করবে আসন্ন তিন গেমসের জন্য। প্রশিক্ষণের দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদ গ্রহণ করলেও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিতব্য মাল্টি গেমস ক্রীড়া প্রতিযোগিতায় দল প্রেরণ সংক্রান্ত সকল দায়-দায়িত্ব বিওএ বহন করবে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন জাতীয় ক্রীড়া পরিষদকে প্রশিক্ষণ তত্ত্বাবধানেও সহায়তা করবে। আসন্ন ২০২৫-২০২৬ অর্থ বছরে আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিতব্য ৩টি মাল্টি গেমস- ২০২৬ সালের ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিতব্য এসএ গেমসে ২৬টি ডিসিপ্লিনে, চলতি বছর ২২-৩১ অক্টোবর বাহরাইনে অনুষ্ঠিতব্য ৩য় এশিয়ান ইয়ুথ গেমসে ১৩টি ডিসিপ্লিনে এবং ৭-২১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে ১১টি ডিসিপ্লিনে দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status