খেলা
লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি মোহামেডান আবাহনী
স্পোর্টস রিপোর্টার
২৬ এপ্রিল ২০২৫, শনিবার
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। একই সময়ে ময়মনসিংহের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে মাঠে নামবে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে আাতিথিয়েতা দিবে চট্টগ্রাম আবাহনী। চলতি আসরে ১১তম রাউন্ড শেষে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে মোহামেডান। সমানসংখ্যক ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ঠিক তার পরের স্থানে ঢাকা আবাহনী। শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান বসুন্ধরা কিংসের। প্রথম বারের মতো পেশাদার লীগের শিরোপা ঘরে তুলতে জয় ছাড়া বিকল্প কিছু ভাবছেন না মোহামেডানের কোচ আলফাজ আহমেদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে তিনি বলেন, ‘এমনিতে আবাহনীর বিপক্ষে ম্যাচ। তারওপর শিরোপা জিততে এই ম্যাচের তিন পয়েন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে জয়ের। তবে সেটা না হলেও কোন ভাবে হারা যাবে না। আমরা চাই অতন্ত ব্যবধানটা ধরে রাখতে।’ এদিকে সর্বাধিক ছয় বারের লীগ চ্যাম্পিয়ন আবাহনীর কোচ মারুফুল হকের লক্ষ্য মোহামেডানের সঙ্গে ব্যবধান কমিয়ে আনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে মোহামেডানের পয়েন্টের ব্যবধান চার। এ ম্যাচে আমরা জিতলে ব্যবধান কমে আসবে ১ পয়েন্টে। সেক্ষেত্রে আমরা লীগ রেসে ভালোভাবে ফিরতে পারবো। ছেলেরাও সেটা অনুধাবন করেই প্রস্তুতি নিচ্ছে।’ গত মঙ্গলবার বসুন্ধরা কিংসের সঙ্গে ফেডারেশন কাপের ফাইনাল খেলেছে আবাহনী। ঝড় বৃষ্টির কারণে স্থগিত হওয়া ওই ম্যাচে দারুণ ফুটবল খেলেছে আকাশী-হলুদ শিরিব। ১১৫ মিনিট পর্যন্ত ১-১ গোলে ড্র থাকা ম্যাচটি আগামী মঙ্গলবার পুনরায় অনুষ্ঠিত হবে। ফয়সাল আহমেদ ফাহিমের লাল কার্ডের কারণে বসুন্ধরা কিংসকে ফাইনালের শেষ ১৫ মিনিট খেলতে হবে ১০ জন নিয়ে। তবে মোহামেডান ম্যাচের আগে এসব নিয়ে ভাবতে চান না মারুফুল হক। তার ধ্যানজ্ঞান এখন মোহামেডান ম্যাচকে ঘীরেই। এই ম্যাচে তাকে বাড়তি সাহস যোগাচ্ছে দুই বিদেশি রাফায়েল আগোস্তো ও এমেকা ওগবাহ। দ্বিতীয় লেগে এই দুই বিদেশি যোগ দেয়াতে শক্তি বেড়েছে দলটির। ফেডারেশন কাপের ফাইনালেও দারুন খেলেছেন এরা দু’জন। প্রথম লেগে দেশিদের নিয়ে মোহামেডানের কাছে ১-০ গোলে হেরেছিল আবাহনী। লীগে এখন পর্যন্ত এটিই আবাহনীর একমাত্র হার। মোহামেডানের ওই ম্যাচের জয়ের নায়ক ছিলেন সোলেমান দিয়াবাতে। দুর্দান্ত ফর্মে থাকা এই মালির ফরোয়ার্ড এখন পর্যন্ত লীগে ৯ গোল করেছেন।