ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

সার্চ কমিটিকে আবারো সময় বেঁধে দিলো ক্রীড়া মন্ত্রণালয়

স্পোর্টস রিপোর্টার
২৬ এপ্রিল ২০২৫, শনিবার

২০শে এপ্রিলের মধ্যে ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে ১৯শে এপ্রিল ভলিবল স্টেডিয়ামে এই কমিটির মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার ক্রীড়া মন্ত্রণালয় থেকে সার্চ কমিটিকে ১০ই মে’র মধ্যে কাজ সমাপ্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাবিরুল ইসলাম খান এই সংক্রান্ত চিঠি সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা বরাবর ইস্যু করেছেন বলে জানাগেছে। ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গত বছর ২৯শে আগস্ট সার্চ কমিটি গঠন হয়েছিল। প্রথম অফিস আদেশে দুই মাসের মধ্যে সার্চ কমিটিকে ক্রীড়াঙ্গনের প্রয়োজনীয় সংস্কারের প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেয়া হয়েছিল। সার্চ কমিটির এক সদস্য পরিবর্তন করে পুর্নগঠনের সময় অফিস আদেশে অবশ্য সময়সীমা ছিল না। ২০ মার্চ ক্রীড়া মন্ত্রণালয় সার্চ কমিটির আহ্বায়ককে ২০শে এপ্রিলের মধ্যে কাজ শেষ্ন করার চিঠি দেয়। সেই চিঠির প্রেক্ষিতে সার্চ কমিটি তাদের কর্মকান্ড ও সামগ্রিক চিত্র তুলে ধরেছিল। সার্চ কমিটির অফিস আদেশের কার্য পরিধিতে মূলত বিদ্যমান ফেডারেশনের গঠনতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া ও প্রতিনিধি মনোনয়ন,আর্থিক কর্মকান্ড জাতীয় ক্রীড়া পরিষদের আইন ২০১৮ আলোকে প্রয়োজনীয় সংষ্কার প্রস্তাব পেশের বিষয় উল্লেখ আছে। পরবর্তীতে সার্চ কমিটির উপর ফেডারেশনগুলোর বিদ্যমান কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠনের সুপারিশের কাজও বর্তায়। সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে ইতোমধ্যে ২৬ ফেডারেশনের কমিটি পুনর্গঠন করা হয়। মাঝে আবার আরচারি ফেডারেশনের কমিটি নিয়ে মুখোমুখি অবস্থানে দাড়ায় জাতীয় ক্রীড়া পরিষদ ও সার্চ কমিটি। পরে সার্চ কমিটির চাপে আরচারির সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয়া হয় কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলকে। বৃহস্পতিবার তায়কোয়ানদো ও ব্যাডমিন্টন ফেডারেশনের কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ ওয়েবসাইটে প্রকাশ করেছিল। কয়েক ঘণ্টা পর অবশ্য সেই দুই প্রজ্ঞাপন সরিয়ে নেয়। বিশ্বস্ত সূত্রের খবর, দুই কমিটিতে কিছু সংশোধন (নামের বানান সংক্রান্ত) হলে আনুষ্ঠানিকভাবে পুনরায় সেই দুই কমিটি প্রকাশ হবে। তবে ইতোমধ্যে ক্রীড়াঙ্গনে ব্যাডমিন্টন ও তায়কোয়ানদোর কমিটি ছড়িয়ে পড়েছে। সেখান থেকে নানা আলোচনা-সমালোচনাও চলছে। তায়কোয়ানদোতে দুই যুগের বেশি সময় সাধারণ সম্পাদক ছিলেন মাহমুদুল ইসলাম রানা। প্রকাশিতব্য কমিটিতে তাকে কোনো পদেই দেখা যায়নি। তায়কোয়ানদোর কমিটিতে চমক হিসেবে আছেন সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান বাবলু। তাকে এই ফেডারেশনে সহ-সভাপতি করা হয়েছে। এই ফেডারেশনের সভাপতি হিসেবে নাম রয়েছে মেজর জেনারেল মো. হাবিব উল্লাহর। দেশের অন্যতম জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন। সেই ব্যাডমিন্টনের কমিটির সভাপতি হিসেবে আছেন সালাহউদ্দিন আলমগীর। অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদকের নাম দেখা গেছে সাবেক জাতীয় চ্যাম্পিয়ন রাসেল কবীর সুমনের। জোবায়েদুর রহমান রানা সার্চ কমিটির আহ্ববায়ক হওয়ার পরপরই ক্রীড়াঙ্গনে আলোচনা ছিল ব্যাডমিন্টন ফেডারেশনে সাধারণ সম্পাদক হচ্ছেন সুমন। সেই আলোচনার সত্যতাই দেখা গেছে তালিকায়। সার্চ কমিটি অনেক ফেডারেশনে সাধারণ সম্পাদক পদে সেই খেলার সঙ্গে জড়িত অনেক পুরনো কিংবা একেবারে নতুন কাউকে দিয়েছেন। ব্যাডমিন্টনের ক্ষেত্রে অবশ্য সাধারণ সম্পাদক হয়েছেন আহ্ববায়কের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আস্থাভাজন ব্যক্তিই। ব্যাডমিন্টনে ১৯ জনের মধ্যে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ কাউকে দেখা যায়নি। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ছাড়াও সাধারণ সম্পাদক ছাড়া কমিটিতে নেই সাবেক কোনো জাতীয় চ্যাম্পিয়ন। দ্রুততম মানবী শিরিন আক্তারকে অ্যাথলেটিক্স ফেডারেশনে সদস্য মনোনীত করায় সমালোচনা হয়েছিল। চলমান খেলোয়াড় ফেডারেশনের কমিটিতে থাকা একটা দ্বান্দ্বিক পরিস্থিতি। জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন গৌরব সিংহের নামও আছে ব্যাডমিন্টন কমিটির তালিকায়। 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status