ঢাকা, ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

বিজয়হীন গাজী গ্রুপের বিপক্ষে বাঁচা-মরার লড়াই মোহামেডানের

স্পোর্টস রিপোর্টার
২৬ এপ্রিল ২০২৫, শনিবার
mzamin

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) সুপার লীগের প্রথম ম্যাচ হেরে শিরোপা জয়ের রেসে পিছিয়ে পড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লীগ পর্ব শেষে আবাহনী লিমিটেডের সমান পয়েন্ট ছিল তাদের। কিন্তু সুপার লীগে আবাহনী সব ম্যাচ জেতায় আর তারা এক ম্যাচ হারায় এখন সব ম্যাচই মোহামেডানের জন্য বাঁচা-মরার লড়াই। আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাদা-কালোদের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই ম্যাচের আগে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক অধিনায়ক এনামুল হক বিজয়কে হারিয়ে দুর্বল হয়ে পড়েছে তারা।
ডিপিএলের সুপার লীগে বাকি আর ২ ম্যাচ। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী আর ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মোহামেডান। আজ মোহামেডান যদি গাজীকে হারায় তাহলে তাদের জন্য শেষ ম্যাচ হবে অঘোষিত ফাইনাল। বিকেএসপির ৩ নম্বর মাঠে আজ আবাহনীর প্রতিপক্ষ লিজেন্ডস অফ রূপগঞ্জ। আজ আবাহনী ও মোহামেডান দুই ম্যাচ দল জিতলেও শেষ ম্যাচ অঘোষিত ফাইনাল। এমনকি আবাহনী হারলেও! তবে মোহামেডান যদি আজ হেরে যায় তাহলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত করবে আবাহনী।
সুপার লীগের শেষ ম্যাচে মুখোমুখি হবে আবাহনী ও মোহামেডান। সুপার লীগের শেষ ম্যাচে যদি মোহামেডান আবাহনীকে হারায় তাহলে পয়েন্ট সমান হবে দুই দলের। সেক্ষেত্রে দেখা হবে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়। এক্ষেত্রে লীগ পর্বের শেষ ম্যাচে আবাহনীকে হারিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে মতিঝিলের দলটি। আবার যদি আজ আবাহনী হারে, আর মোহামেডান জেতে তাহলে শেষ ম্যাচে আবাহনী জিতলে মুখোমুখি লড়াই আর পয়েন্ট দুইটাই সমান হবে। তখন শিরোপা নির্ধারণ হবে রান রেটের ব্যবধানে! 
মোহামেডানের জন্য আজকের ভালো খবর যে গাজী গ্রুপ ক্রিকেটার্স পাচ্ছে এনামুল হক বিজয়কে। ৮১১ রান করে গাজীকে পুরো টুর্নামেন্ট জুড়েই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান বাংলাদেশ দলের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ডাক পেয়েছেন তিনি। ইতিমধ্যে চট্টগ্রামে জাতীয় দলে যোগও দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। আসরের সেরা ব্যাটার, অধিনায়ককে হারানো যে কোনো দলের জন্য বিশাল ধাক্কা! বিশেষ যে দলে বিজয় একাই টানছেন শুরু থেকে।
গুঞ্জন আছে, মোহামেডানকে সুবিধা করে দিতেই বিজয়কে জাতীয় দলে ডাকা হয়েছে। ঠিক যেভাবে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা এক ম্যাচ কমানো হয়েছিল। পরে যেটা সমালোচনার মুখে আবার বহাল করা হয়েছে। যদিও শেষ পর্যন্ত হৃদয়কে নিষিদ্ধ রাখা যাবে কিনা সেটা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। গতকাল তামিম ইকবালের নেতৃত্বে প্রায় সব দলের ক্রিকেটাররা বিসিবি সভাপতির সঙ্গে লম্বা সময় মিটিং করেন। সভা শেষে তামিম বলেছেন একজন ক্রিকেটারকে একই ঘটনায় দুবার নিষিদ্ধ করার কোনো মানে হয় না। বৃহস্পতিবার টেকনিক্যাল কমিটির নতুন প্রধান নাজমুল আবেদীন ফাহিম ঘোষণা দিলেও হৃদয়ের শাস্তির চিঠি মোহামেডান ক্লাবে গতকাল বিকাল পর্যন্তও পৌছায়নি।
সবমিলিয়ে আজ মোহামেডানের জন্য শিরোপা লড়াইয়ে বাঁচা মরার লড়াই। তবে অধিনায়ককে হারানো গাজী গ্রুপের জন্য স্রেফ নিয়মরক্ষার। কারণ আগের ম্যাচে আবাহনীর বিপক্ষে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে তারা।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status