খেলা
পিএসজির মাঠেও আর্সেনালের কাণ্ডারি হতে চান রাইস
স্পোর্টস ডেস্ক
(৪ দিন আগে) ৭ মে ২০২৫, বুধবার, ৭:০৩ অপরাহ্ন

চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় সেমিফাইনালের ফিরতি লেগে আজ প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মাঠে নামবে আর্সেনাল। প্রথম লেগে ঘরের মাঠ এমিরেটসে ১-০ গোলে হেরে পিছিয়ে রয়েছে গানাররা। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেমন খেলেছেন, আজ পার্ক দে প্রিন্সেসেও তেমন কিছু জাদুকরি মুহূর্ত উপহার দিতে চান ডেকলান রাইস।
চ্যাম্পিয়নস লীগ কোয়ার্টারে রিয়ালের বিপক্ষে দুর্দান্ত খেলেন রাইস। প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে দু’টি চোখ ধাঁধানো ফ্রি কিক গোল করেন তিনি। ম্যাচে ৩-০ গোলে জয়ের পর সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে ২-১ গোলে গানাররা হারিয়ে দেয় অল হোয়াইটদের। সেমির প্রথম লেগে মিকেল আর্তেতার ছেলেরা হেরেছে দেম্বেলের একমাত্র গোলে। ইন্টার মিলানের সঙ্গে ফাইনালে কারা খেলবে, তা জানা যাবে আজ। বাংলাদেশি সময় আজ রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি। শেষ চারের প্রথম লেগেও দুর্দান্ত খেলে সে ম্যাচের স্বাগতিকরা। তবে ম্যাচের চতুর্থ মিনিটেই দেম্বেলের করা গোল আর শোধ দিতে পারেনি আর্সেনাল। আজকের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রাইস জানালেন, ফাইনালের উদ্দেশ্যে আবারও জাদুকরি কিছু মুহূর্ত উপহার দিতে হবে তাদের। এই ইংলিশ মিডফিল্ডার বলেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে ওই ম্যাচে আমি অবিশ্বাস্য দু’টি ফ্রি কিক নিয়েছিলাম। তবে আগামীকাল (আজ) রাতে সেমির জন্য, হয়তো অন্য কেউ তেমন জাদুকরি মুহূর্ত পেতে পারে। আশা করি যে সেই মানুষটি আবারও আমি হবো। ম্যাচ জিততে প্রয়োজন জাদুকরি মুহূর্ত। আশা করি, আমরা আগামীকাল (আজ) বিশেষ কিছু করতে পারব।’
চ্যাম্পিয়নস লীগে নিজেদের প্রথম শিরোপার অপেক্ষায় রয়েছে পিএসজি ও আর্সেনাল। এখন পর্যন্ত এ দু’দল ফাইনাল খেলেছে একবার করে। আর্সেন ওয়েঙ্গারের অধীনে ২০০৬-এ প্রথমবারে মতো ফাইনালে খেলে গানাররা। সেবার বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরে যায় ওয়েঙ্গারের শিষ্যরা। আর ২০২০-এ বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলের হারে শিরোপার স্বপ্ন ভাঙ্গে প্যারিসিয়ানদের।