খেলা
সালাউদ্দিনও বললেন, বাংলাদেশে অধিনায়কত্ব করা কঠিন
স্পোর্টস রিপোর্টার
(১৯ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

কয়েকদিন আগে জাতীয় দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, বাংলাদেশ ক্রিকেটে অধিনায়কত্ব করা কঠিন। এবার একই সুর শোনা গেলো জাতীয় দলের সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কণ্ঠে।
গতকাল মিরপুরে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, 'এটা আমাদের মানতে হবে বাংলাদেশ টিমের অধিনায়কত্ব করা বাইরে থেকে অনেকে মনে করতে পারে অনেক সহজ। এটা কিন্তু অনেক সহজ কাজ না, এটা অনেক কঠিন কাজ।'
লিটন দাসকে নিয়ে বলতে গিয়ে সাকিবের উদাহরণটানেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘লিটনকে আমরা সবাই একটু অন্যভাবে দেখি কথা কম বলে আপনাদের সাথে হয়তো কথা কম বলে। কিন্তু যারা কাছে থেকে মিশে না তারা হয়তো ভুল ধারণা করে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের প্রতিও ছিল। বাইরে থেকে মনে হবে যে অনেক কিছু তারা ঠিকমতো করে না। কিন্তু একজন টিমমেট হিসেবে তার যতটুকু করার তার থেকে বেশি করে।’