খেলা
আজই কি সার্চ কমিটির বিলুপ্তি!
স্পোর্টস রিপোর্টার
১২ মে ২০২৫, সোমবার
ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গত বছর ২৯শে আগস্ট সার্চ কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। জোবায়েদুর রহমান রানাকে আহ্বায়ক ও সাবেক হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদ, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, ক্রীড়া সংগঠক মহিউদ্দিন আহমেদ বুলবুল এবং ক্রীড়া সাংবাদিক মন্টু কায়সারকে নিয়ে গঠিত হয় এই কমিটি। পরে মহিউদ্দিন বুলবুলের পরিবর্তে বিকেএসপির ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলামকে নেয়া হয় এই কমিটিতে । ২০শে এপ্রিলের মধ্যে তাদের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হলেও পরে তা বাড়ানো হয় ১০ই মে পর্যন্ত। সার্চ কমিটির এই মেয়াদ আর বাড়ছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ আনুষ্ঠানিক সভার মাধ্যমে ইতি ঘটতে যাচ্ছে সার্চ কমিটির। ৫৩ ফেডারেশনের মধ্যে এখন পর্যন্ত ২৯ টির অ্যাডহক কমিটি দিতে পেরেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সাড়ে চার মাসে আগে শুটিং ফেডারেশনের কমিটি জমা দেয়া হলেও এখনো তা আলোর মুখ দেখেনি। যে কারণে খেলাও বন্ধ আছে সম্ভাবনাময় ডিসিপ্লিটির। এরিমধ্যে সবগুলো ফেডারেশনের অ্যাডহক কমিটি সুপারিশের কাজ সম্পন্ন করেছে বলে জানিয়েছেন সার্চ কমিটির প্রধান জোবায়দুর রহমান রানা। তিনি বলেন,‘ আমরা এরিমধ্যে ৫৩টি ফেডারেশনের প্রস্তাবিত কমিটির সুপারিশ জাতীয় ক্রীড়া পরিষদে জমা দিয়েছি। কিন্তু কি অদৃশ্য কারণে এগুলোর প্রজ্ঞাপন হচ্ছে না আমরা জানিনা। এরমধ্যে শুটিং ফেডারেশনের কমিটি অন্যতম। গুরুত্বের কথা বিবেচনা করে সাড়ে চারমাস আগে শুটিং ফেডারেশনের কমিটি আমরা জমা দিয়েছি। কি কারণে সেটাও প্রকাশ করছে না ক্রীড়া পরিষদ- তা আমাদের জানানেই।’ সার্চ কমিটির মেয়াদ নিয়ে রানা বলেন, ‘আজ আনুষ্ঠানিক ভাবে আমাদের একটি দায়িত্ব শেষ হচ্ছে। সেটা হচ্ছে কমিটি গঠন। তবে ফেডারেশনের গঠনতন্ত্র সংঙ্কারসহ অন্যান্য দায়িত্ব চলমান থাকবে বলে আমি জানি।্তু বিষয়টি ব্যাখ্যা করে সার্চ কমিটির প্রধান বলেন,‘শুরুতে আমাদের দুটি দায়িত্ব দেয়া হয়েছিল। যার একটি দক্ষ ব্যক্তিদের নিয়ে ফেডারেশনের কমিটির পূর্ণগঠন, দুই নম্বরে ফেডারেশনগুলোর গঠণতন্ত্র সংস্কার। যার একটি অংশের কাজ আজ আনুষ্ঠানিকভাবে শেষ করছি আমরা। তবে উপদেষ্টা কথামতে গঠনতন্ত্র সংস্কারের জন্য আমাদের কাজ চলমান থাককে।’ এদিকে বাকি ২৪ ফেডারেশনের কমিটি দ্রুত প্রকাশে অনুরোধ জানিয়ে রানা বলেন,‘ আামরা এরিমধ্যে সবগুলো ফেডারেশনের কমিটি জমা দিয়েছি। আমরা আজ সভাতে কমিটিগুলো দ্রুত দেয়ার অনুরোধ করবো। জাতীয় ক্রীড়াপরিষদ যদি তা না করে দু’একদিন পরেই আমরা সেসব কমিটিগুলো সংবাদমাধ্যমে প্রকাশ করবো।’ সার্চ কমিটির কর্মকান্ড নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন ‘যে ফেডারেশনের কমিটিগুলো প্রস্তাব দেওয়ার কথা ছিল তা সম্পূর্ণ হয়ে গেছে। সার্চ কমিটির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। প্রায় সাত মাস হয়ে গেছে। আমাদের আরও কিছু কাজ সংস্কারের বাকি আছে। ক্রীড়া পরিষদ থেকে ওই সংক্রান্ত একটি কমিটি করে আমরা কাজ করব।’ এদিকে মুখে সংস্কার বলা হলেও এখন পর্যন্ত ক্রীড়াঙ্গনে দৃশ্যমান সংস্কার বলতে শুধু কিছু মুখ বদল হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় ‘বঞ্চিত’ অনেককেই ফিরতে দেখা গেছে। আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বেশ কিছু সংগঠককে পুনর্বাসনের অভিযোগও রয়েছে। কিছু সাবেক খেলোয়াড়, সংগঠককে সামনে আনা হয়েছে। নতুন এসেছেন অনেকে, বাদ পড়েছেন পুরোনো অনেক মুখ।