খেলা
‘টেস্ট না ছাড়তে কোহলিকে রাজি করানো হবে’
স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৫, সোমবার
লাল বলের ক্রিকেট নিয়ে নিজের ভবিষ্যৎ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় টেস্ট দলের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে অনুসরণ করে অবসরে যেতে চান তিনিও। তবে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র অনুযায়ী, তাকে এখনই সাদা জার্সি খুলে না রাখতে অনুরোধ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা মনে করেন, কোহলিকে টেস্ট থেকে অবসর না নিতে অবশ্যই রাজি করানো হবে। রোহিতের মতো এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কোহলি। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এক মাস আগেই এই সিদ্ধান্তের কথা বিসিসিআইকে জানিয়েছেন তিনি। তবে ভারতীয় বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে দেশের সংবাদমাধ্যমটি জানিয়েছে যে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে
অনুরোধ করেছে বিসিসিআই। কেননা সামনে রয়েছে ইংল্যান্ড সফর। এমনিতেই নিয়মিত অধিনায়ক রোহিত নেই, তার ওপর কোহলিও চলে গেলে সেটি ভারতীয়দের জন্য সুখকর কিছু হবে না। গতবছর অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ টেস্ট ম্যাচে ৯ ইনিংস ব্যাট করে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেন ডানহাতি এই ব্যাটার। এরমধ্যে এক ইনিংসে হাঁকান সেঞ্চুরি। ব্যাটে রান না পাওয়ায় সেই সিরিজেই সমালোচনার মুখে পড়েন তিনি। রান-খরার পাশাপাশি শট বাছাই নিয়েও অনেক সমালোচিত হয়েছেন তিনি। ওই সিরিজে আউট হওয়া আটবারের মধ্যে সাতবারই সাজঘরে ফিরেছেন অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে। সহজভাবে বলতে গেলে, খোঁচা মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। তবে কোহলি এখনই ফুরিয়ে যাননি বলে মনে করেন ব্রায়ান লারা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভারতীয় এই তারকা ক্রিকেটারের সঙ্গে নিজের ছবি জুরে দিয়ে তিনি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটের বিরাটকে দরকার! ওকে টেস্ট থেকে অবসর না নিতে অবশ্যই রাজি করানো হবে। ও টেস্ট ছাড়ছে না।’ ৫৬ বছর বয়সী এই ক্যারিবিয়ান কিংবদন্তি কোহলিকে নিয়ে আশার প্রদীপও জ্বালান, ‘বিরাট তার বাকি টেস্ট ক্যারিয়ারে গড়ে ৬০-এর বেশি রান করবে।’