ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

রিয়ালকে হারিয়ে শিরোপার আরও কাছে 'কামব্যাকলোনা'

স্পোর্টস ডেস্ক

(১৯ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ১০:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৪ অপরাহ্ন

mzamin

ম্যাচের বয়স তখন মাত্র ১৪ মিনিট! স্কোরবোর্ডে ২ গোলে এগিয়ে রিয়াল মাদ্রিদ। মনে হচ্ছিল চ্যাম্পিয়ন্স লীগে ইন্টার মিলানের বিপক্ষে হারের শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বার্সেলোনা। তবে এবারের মৌসুমে কামব্যাক যেন অভ্যাস বানিয়ে ফেলেছে তারা। ২ গোলে পিছিয়ে পড়া কাতালান ক্লাবটি প্রথমার্ধ শেষে বিরতিতে যায় ৪-২ গোলের লিড নিয়ে! আর এ সময়ে রিয়াল যেন হতভম্ব হয়ে যায়, বলই পাচ্ছিল না তারা। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করলেও সেটা শুধু রিয়ালের হারের ব্যবধান কমিয়েছে। আর দারুণ এক হ্যাটট্রি করেও আজ পরাজিত দলে রিয়ালের ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।

লা লিগার ম্যাচে আজ ঘরের মাঠে রিয়ালকে ৪-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সার হয়ে জোড়া গোল করেন রাফিনহা। আর ১টি করে গোল করেন গার্সিয়া ও লামিনে ইয়ামাল। রিয়ালের হয়ে সবকটি গোলই আসে এমবাপ্পের পা থেকে। এই জয়ে রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট বেশি নিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেলো বার্সেলোনা। শেষ ৩ ম্যাচে তাদের আর একটি ম্যাচ জিতলেই হবে। ৩৫ ম্যাচে কাতালান ক্লাবটির পয়েন্ট ৮২, সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। প্রায় ৬৩ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ২৩টি শট নেয় বার্সেলোনা। এর নয়টি ছিল লক্ষ‍্যে। অন‍্যদিকে, রিয়াল নয় শটের পাঁচটি রাখতে পারে লক্ষ‍্যে।

এদিন ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। চতুর্দশ মিনিটে ব্যবধান ২-০ করেন এমবাপে। ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ থ্রু বল ধরে ওয়ান-অন-ওয়ানে স্ট্যান্সনিকে এড়িয়ে ব্যবধান দ্বিগুন করেন ফরাসি তারকা। ৫ মিনিট পর বার্সার হয়ে গোলের খাতা খোলেন এরিক গার্সিয়া। ফেরান তোরেসের কর্নারে কাছের পোস্ট থেকে ফ্লিক করেন রিয়ালের ফ্রান গার্সিয়া। ঠাণ্ডা মাথার হেডে জাল খুঁজে নেন পেছনেই থাকা এরিক গার্সিয়া।

৩২তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ইয়ামাল। ডি বক্সে তরেসের বাড়ানো বল ধরে দারুণ আড়াআড়ি শটে জাল খুঁজে নেন বার্সার এই তরুণ ফুটবলার। দুই মিনিট লিড নেয় বার্সেলোনা। মাঝমাঠে সতীর্থ দানি সেবাইয়োসের জন্য বল হারিয়ে ফেলেন এমবাপে। বল ধরে সরাসরি আক্রমণে যায় স্বাগতিকরা। পেদ্রির কাছ থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন রাফিনহা। ৪৫তম মিনিটে স্কোর ৪-২ করেন এই ব্রাজিলিয়ান। তোরেসকে বল বাড়িয়ে ভেতেরে ঢুকে পড়েন রাফিনিয়া। বল ফিরে পেয়ে গতিময় শটে খুঁজে নেন জাল।

৭০তম মিনিটে হ‍্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। ক্রিস্টেনসেন ভিনিসিয়ুসকে চ‍্যালেঞ্জ জানাতে যেতেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খুঁজে নেন এমবাপ্পেকে। ঠাণ্ডা মাথায় ফরাসি ফরোয়ার্ড নিজের ও দলের তৃতীয় গোলটি করেন। ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে গতিময় শটে জালে বল পাঠান বার্সেলোনার তরুণ মিডফিল্ডার ফের্মিন লোপেস। তবে আক্রমণের শুরুতে তার হাতে বল লাগায় ভার দেখে গোল বাতিল করেন রেফারি। 

পাঠকের মতামত

৩২তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ইয়ামাল।???

Hasan Ali
১১ মে ২০২৫, রবিবার, ১১:২৮ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status