ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

ভুটানকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
১২ মে ২০২৫, সোমবার
mzamin

সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। গতকাল ভারতের অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। এ দিন দৃষ্টিনন্দন গোলে দলকে এগিয়ে নেন মুর্শেদ আলী। ভুটানের রক্ষণে চাপ ধরে রেখে ব্যবধান দ্বিগুণ করলেন সুমন সরেন। তৃতীয় গোলটি করেন নাজমুল হুদা ফয়সাল। মালদ্বীপের বিপক্ষে ২-২ ড্রয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছিল বাংলাদেশ। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে উঠল ০ গোলাম রব্বানী ছোটনের দল।  গ্রুপ সেরা হওয়ার সমীকরণ নির্ভর করছে আজ মালদ্বীপ-ভুটান ম্যাচের ফলের ওপর। মালদ্বীপের পয়েন্ট ১। এখনও পয়েন্ট পায়নি ভুটান।  প্রথম ম্যাচের হতাশা ঝেড়ে ফেলতে ভুটানের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। ত্রয়োদশ মিনিটে একক প্রচেষ্টার গোলে দলকে এগিয়ে নেন মুর্শেদ। ডান দিক দিয়ে বক্সে ঢুকে জায়গা বানিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন এই তরুণ ফরোয়ার্ড। গোছালো ফুটবলে ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এই গোলে অবশ্য কিছুটা দায় আছে ভুটানের রক্ষণের। ডান দিক থেকে মুর্শেদের ক্রস এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় অন্য প্রান্তে সুমন সরেনের কাছে। তার শট ঝাঁপিয়েও আটকাতে পারেননি গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে আক্রমণের চেয়ে বলের নিয়ন্ত্রণে মনোযোগী ছিল বাংলাদেশ। ৭৩তম মিনিটে মুর্শেদের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে কর্নার হয়। কর্নার ফিস্ট করে ফেরান ভুটান গোলকিপার। একটু পর গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনের দৃঢ়তায় ব্যবধান ধরে রাখে বাংলাদেশ। বক্সের ভেতরে ফাঁকায় থাকা টেনডিং টিসেরাংয়ের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান তিনি। শেষ দিকে কিছুটা গতি ফেরে বাংলাদেশের খেলায়। ৭৯তম মিনিটে সতীর্থের পাসের নাগাল অল্পের জন্য পাননি বক্সে ভালো জায়গায় থাকা নাজমুল হুদা ফয়সাল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন ফয়সাল। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মুর্শেদের ক্রস নিখুঁত ট্যাপে জালে জড়িয়ে দেন অধিনায়ক।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status