খেলা
ঘরোয়ার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যবধান নিয়ে যা বললেন সালাউদ্দিন
স্পোর্টস রিপোর্টার
১২ মে ২০২৫, সোমবার
ঘরোয়া ক্রিকেটে টানা রান করছেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছেন না! বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ঘরোয়া ক্রিকেটে এই ব্যবধান কমাতে না পারাকে নিজেদের ব্যর্থতা হিসেবে দেখেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এ নিয়ে খেলোয়াড়দের দায় দিতে নারাজ তিনি।
গতকাল মিরপুরে এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘ডমেস্টিকের সঙ্গে ইন্টারন্যাশন্যাল একটা খেলার বিস্তর ফারাক থাকে। যে ফারাকটা আসলে আমরা মেকাপ করতে পারছি না, এটা আমাদেরই ব্যর্থতা। কারণ একটা ছেলে যখনই ঢাকা লিগ খেলে, আপনি দেখবেন বেশিরভাগ সময়ই সেকেন্ড ওভারে লেফট আর্ম স্পিনার চলে আসে। বাট ইন্টারন্যাশন্যাল খেলতে গেলে দেখা যাবে প্রতিদিন ১৪০ কিলোমিটারে করবে তাদের বল ফেস করতে হবে। এটা আসলে প্লেয়ারদের ব্যর্থতা বলা যাবে না। আমরাই হয়তো সুযোগটা দিতে পারি নাই। বা অন্য কিভাবে তাদেরকে ডেভেলপ করতে হবে। যে ছেলেটা ডমেস্টিকে পারফর্ম করে নিশ্চয় তার মধ্যে কিছু না কিছু আছে, সেখান থেকে যখন ন্যাশন্যাল টিমে আসবে তাকে ওই টেস্টটা দিয়ে আনতে হবে।’ চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাত সফর করবে বাংলাদেশ দল। এরপর যাওয়ার কথা পাকিস্তানে। এই দুই সফরের আগে মিরপুরে লম্বা সময়ের ক্যাম্প করছে জাতীয় দল। এই সময়ে খেলোয়াড়দের স্কিল নিয়ে কাজ করার সুযোগ দেখছেন সালাউদ্দিন।
তিনি বলেন, ‘ব্যাসিক্যালি আমরা তো খুব বেশি সময় পাই না ছেলেদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। ব্যাক টু ব্যাক এতো সিরিজ থাকে। একটা থেকে আরেকটা ট্রান্সফার করার মতো বা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করার মতো সুযোগ থাকে না। এইবার হয়তো একটু সময় পেয়েছি স্কিল ডেভেলপ করার জন্য সেখানে কিছু ট্রেনিং সেশন রাখা হয়েছে। এবং সেই সাথে তাদের ফিটনেস লেভেলটা ধরে রাখার দিকে অনেক বেশ জোর দিয়েছি। এই কারণে আমার মনে হয় যে এই যে আমাদের প্রোগ্রাম বেশিরভাগই ফিটনেস লেভেল ইম্প্রুভ করার জন্য। সেই সঙ্গে তাদের স্কিলটা ডেভেলপ করার জন্য। পার্টিকুলারলি টি-টোয়েন্টিতে আমাদের কিছু শটস লাগবে যেগুলো আসলে আমরা হয়তো অ্যাপ্লাই করতে পারি না প্র্যাকটিসের কারণে, সুযোগ পাই না। যে ধরনের উইকেটে আমরা খেলব সেই ধরনের উইকেটে কোন ধরনের শটসগুলো অ্যাপ্লাই করা দরকার।’