খেলা
ইয়ামালকে বাচ্চা বলতে নারাজ বার্সা কোচ
স্পোর্টস ডেস্ক
(৬ ঘন্টা আগে) ১২ মে ২০২৫, সোমবার, ১২:০৭ অপরাহ্ন

বার্সেলোনার হাতে আছে এখনও তিন ম্যাচ। সেখানে লা লিগার ট্রফি নিজেদের করে নিতে প্রয়োজন মাত্র ২ পয়েন্ট। আর মঙ্গলবার রিয়াল মাদ্রিদ যদি তাদের পরবর্তী ম্যাচে জয় না পায় তাহলে সহজভাবে ২০২৪-২৫ লা লিগা মৌসুমে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন হয়ে যাবে হান্সি ফ্লিকের দল। শেষম্যাচেও দারুণভাবে রিয়ালকে ৪-৩ ব্যবধানে হারায় তার দল। সে ম্যাচে মাত্র এক গোল করলেও সম্পূর্ণ সময়জুড়ে রিয়ালমাদ্রিদের বিপক্ষে কার্যকর ভূমিকা রাখে ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল। তবে বয়স কম হলেও ইয়ামালকে ছোট বলতে চাচ্ছেন না বার্সা কোচ ফ্লিক। ইয়ামাল বার্সার জন্য অনেক বেশিই দায়িত্বশীল ভূমিকা রাখছেন কী না, এ প্রশ্নে বার্সা কোচ বলেন, ‘সে বাচ্চা নয়। সে ভালো করছে। ভালো করার আত্মবিশ্বাসটা তার মধ্যে আছে। যেকোনো কিছু করতে পারার বিশ্বাস তার মধ্যে রয়েছে।’
রিয়ালের বিপক্ষে ম্যাচের পর বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেন, ‘বয়স কম হলেও ইয়ামালের বড় কিছু করার সামর্থ্য আছে’। আজ ম্যাচে সে দুর্দান্ত ছিল। ম্যাচে সবসময়ই তার নিজের উপর আত্মবিশ্বাস থাকে। তাছাড়া সে মাঠে বুদ্ধিদীপ্তভাবে খেলার চেষ্টা করে’।...
স্পেনের এ ফরোয়ার্ডকে নিয়ে ফ্লিক বলেন, ‘আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হল খেলার পরে সে (ইয়ামাল) সামনের দিকে তাকায়। আজকের ম্যাচেও তার গোল আমাদের দলের জন্য অনেক প্রয়োজন ছিল। ১৭ বছর বয়সে ইয়ামালের অনেক গুনাবলী রয়েছে। আর তাকে আমাদের পাশে পেয়ে আমরা খুবই আনন্দিত’।
৩৫ ম্যাচে কাতালান ক্লাব বার্সেলোনার পয়েন্ট ৮২, সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল। লা লিগা নিশ্চিত হলে এ বছর স্পেনের ঘরোয়া ট্রেবল জিতবে বার্সেলোনা। এর আগে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে, দুটিতেই রিয়ালকে হারিয়ে শিরোপা জেতে কাতালান ক্লাবটি।