ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

হ্যাটট্রিক করে লা লিগার প্রায় শতবর্ষী রেকর্ড ভাঙলেন সরলথ

স্পোর্টস ডেস্ক

(১৯ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ১:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:১১ অপরাহ্ন

mzamin

স্প্যানিশ লা লিগায় ইতিহাস গড়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড অ্যালেক্সান্ডার সরলথ। শনিবার ঘরের মাঠে ঘড়ির কাটা যখন একাদশ মিনিট ছুঁয়েছে, তখনই ৯৬ বছর আগের দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড ভেঙে দিলেন এই নরওয়েইন স্ট্রাইকার। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রথম ৩০ মিনিটের মধ্যে একাই করলেন ৪ গোল। শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই জয় তুলে নেয় দিয়েগো সিমিওনের ছেলেরা। 

রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে চারটি শট লক্ষ্যে রাখেন ২৯ বছর বয়সী সরলথ, চারটিই গোল। এই রেকর্ড গড়ার পথে তিনি প্রথম গোলটি করেন ম্যাচের সপ্তম মিনিটে। মাঠের ডান প্রান্ত থেকে পাবলো বারিওসের দুর্দান্ত এক ক্রস খুঁজে নেয় ডি বক্সের ভেতরে ঢুকে যাওয়া সরলথকে। প্রথম স্পর্শেই লক্ষ্যভেদ করেন তিনি। তিন মিনিটের ব্যবধানে প্রায় মাঝমাঠ থেকে সতীর্থের পাস ধরে বক্সের একদম মুখ থেকে বাঁ পায়ের শটে ফের জাল খুঁজে নেন সরলথ। পরের মিনিটে অ্যাটলেটি বস দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনের ডান প্রান্তের ক্রস এক সোসিয়েদাদ ডিফেন্ডার হেডে ক্লিয়ার করতে গেলে গেলে সেটি তার সতীর্থের গায়ে লেগে চলে যায় অরক্ষিত সরলথের কাছে। 

গোলকিপারকে একা পেয়ে বক্সের ভেতর থেকেই জোড়ালো শটে জাল কাঁপান আর্লিং ব্রুট হালান্দের স্বদেশি এই তারকা। এই গোলেই ভেঙে যায় লা লিগা ইতিহাসের প্রায় শতবর্ষী পুরনো রেকর্ড। ১৯২৯-এ পঞ্চদশ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে এই কীর্তির দ্রুততম রেকর্ড লেখেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস বেস্তিত। এরপর ১৯৪১-এ সেটি স্পর্শ করেন আরেক স্প্যানিশ ফরোয়ার্ড এদমুন্দো সুয়ারেস। ৩০তম মিনিটে জাভি গালাহর পাস পেয়ে বক্সের ভেতর থেকে নিজের ও দলের চতুর্থ গোলটি করেন সরলথ। সবগুলো গোলই তিনি করেন বাঁ পায়ে।

গত মৌসুমেও লা লিগার এক ম্যাচে ভিয়ারিয়ালের হয়ে ৪ গোল করেন সরলথ। সেবার তার দুর্দান্ত পারফর্মেন্সে জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদকে ৪-৪ গোলে রুখে দেয় ভিয়ারিয়াল। চলতি মৌসুমে লা লিগায় ১৭ গোল করে এখন পর্যন্ত অ্যাটলেটির সর্বোচ্চ গোলদাতা সরলথই। দুই গোল কমে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হুলিয়ান আলভারেজ। দারুণ এই জয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকলো অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিনে সিমিওনের শিষ্যরা।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status