খেলা
একশ’ বছরের রেকর্ড ভেঙে সরলথ
এমন ম্যাচ আরও খেলতে চাই
স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৫, সোমবার
স্প্যানিশ লা লিগায় প্রায় একশ’ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড অ্যালেক্সান্ডার সরলথ। শনিবার ঘরের মাঠে ঘড়ির কাঁটা যখন একাদশ মিনিট ছুঁয়েছে, তখনই ৯৬ বছর আগের দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড ভেঙে দিলেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রথম ৩০ মিনিটের মধ্যে একাই করলেন ৪ গোল। শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই জয় তুলে নেয় দিয়েগো সিমিওনের ছেলেরা। এমন একটি দুর্দান্ত ম্যাচ আবার খেলার ইচ্ছা পোষণ করেন সরলথ। রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে চারটি শট লক্ষ্যে রাখেন ২৯ বছর বয়সী সরলথ, চারটিই গোল। এই রেকর্ড গড়ার পথে তিনি প্রথম গোলটি করেন ম্যাচের সপ্তম মিনিটে। মাঠের ডান প্রান্ত থেকে পাবলো বারিওসের দুর্দান্ত এক ক্রস খুঁজে নেয় ডি বক্সের ভেতরে ঢুকে যাওয়া সরলথকে। প্রথম স্পর্শেই লক্ষ্যভেদ করেন তিনি। তিন মিনিটের ব্যবধানে প্রায় মাঝমাঠ থেকে সতীর্থের পাস ধরে বক্সের একদম মুখ থেকে বাঁ পায়ের শটে ফের জাল খুঁজে নেন সরলথ। পরের মিনিটে অ্যাটলেটি বস দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনের ডান প্রান্তের ক্রস এক সোসিয়েদাদ ডিফেন্ডার হেডে ক্লিয়ার করতে গেলে গেলে সেটি তার সতীর্থের গায়ে লেগে চলে যায় অরক্ষিত সরলথের কাছে। গোলকিপারকে একা পেয়ে বক্সের ভেতর থেকেই জোড়ালো শটে জাল কাঁপান আর্লিং ব্রুট হালান্দের স্বদেশি এই তারকা। এই গোলেই ভেঙে যায় লা লিগা ইতিহাসের প্রায় শতবর্ষী পুরনো রেকর্ড। ১৯২৯-এ পঞ্চদশ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে এই কীর্তির দ্রুততম রেকর্ড লেখেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস বেস্তিত। এরপর ১৯৪১-এ সেটি স্পর্শ করেন আরেক স্প্যানিশ ফরোয়ার্ড এদমুন্দো সুয়ারেস। ৩০তম মিনিটে জাভি গালাহর পাস পেয়ে বক্সের ভেতর থেকে নিজের ও দলের চতুর্থ গোলটি করেন সরলথ। সবগুলো গোলই তিনি করেন বাঁ পায়ে। ম্যাচের পর তিনি বলেন, ‘এটি অসাধারণ একটি অনুভূতি এবং সেই দিনগুলোর মতোই একটি দিন আবার পেলাম।‘ তিনি যোগ করেন, ‘মনে হচ্ছিলো বলটা আমার পায়ের ওপর এসে পড়বে, বক্সের ভেতর আমি তৈরিই ছিলাম। সবগুলোই জালে জড়িয়েছে এবং সতীর্থদের থেকে কিছু ভালো পাস পেয়েছি.. তাই.. অসাধারণ।’ গত মৌসুমেও লা লিগার এক ম্যাচে ভিয়ারিয়ালের হয়ে ৪ গোল করেন সরলথ। সেবার তার দুর্দান্ত পারফর্মেন্সে জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদকে ৪-৪ গোলে রুখে দেয় ভিয়ারিয়াল। লা লিগার ইতিহাসে দুই বা তার বেশিবার চার গোল করা বাকি খেলোয়াড়েরা হলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো এবং বার্সেলোনার সাবেক জুটি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। চলতি মৌসুমে লা লিগায় ১৭ গোল করে এখন পর্যন্ত অ্যাটলেটির সর্বোচ্চ গোলদাতা সরলথই। দুই গোল কমে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হুলিয়ান আলভারেজ। দারুণ এই জয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকলো অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিনে সিমিওনের শিষ্যরা।