ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

অশ্রুসিক্ত কন্ঠে মুলারের বিদায়, অভিষেক শিরোপা কেইনের

স্পোর্টস ডেস্ক

(২১ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ২:১৯ অপরাহ্ন

mzamin

চলতি মৌসুম শেষেই বায়ার্ন মিউনিখের সঙ্গে দীর্ঘ পথযাত্রার ইতি টানছেন টমাস মুলার। জার্মান বুন্ডেসলিগায় বাকি আর একটি ম্যাচ, সেটি আবার প্রতিপক্ষের মাঠে। বাভারিয়ানদের ঘরের মাঠে বরুশিয়া মুনশেনগ্লাডবাঘের বিপক্ষে ২-০ গোলের জয়ে তাই বিদায়টা রাঙিয়ে রাখলেন এই জার্মান তারকা। অন্যদিকে শনিবার দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার কোনো শিরোপা উল্লাসে মেতেছেন জার্মান জায়ান্টদের ইংলিশ তারকা হ্যারি কেইন।
আলিয়েঞ্জ অ্যারেনায় ৩১তম মিনিটে প্রথম গোলটি করেন কেইনই। চলতি মৌসুমে বুন্ডেসলিগায় এটি এই ইংলিশ ফরোয়ার্ডের ২৫তম গোল, তার চেয়ে বেশি নেই আর কারও। দুইয়ে থাকা লেভারকুসেনের প্যাট্রিক শিকের গোল পাঁচটি কম। জার্মান শীর্ষ লীগে দুই মৌসুম মিলিয়ে ৬১ গোল করা কেইন টানা দ্বিতীয়বার সর্বোচ্চ গোলদাতার খেতাব জিততে যাচ্ছেন। ম্যাচের ৫৭তম মিনিটে বায়ার্নের হয়ে ৭৫০ ম্যাচ খেলা মুলার গোলের একেবারে দ্বারপ্রান্ত থেকে ফিরে আসেন। ৮৩তম মিনিটে ৩৫ বছর বয়সী মুলার যখন বদলি হিসেবে উঠে যাচ্ছিলেন, তখন করতালিতে ফেটে পড়ে আলিয়েঞ্জ অ্যারেনার গ্যালারি। মাঠ ও বেঞ্চের সতীর্থ, স্টাফ সবাই ছুটে গিয়ে দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গার্ড অব অনার জানান তাকে। ১৫ বছরে রেকর্ড ১৩ বুন্ডেসলিগা শিরোপাসহ বাভারিয়ানদের হয়ে ২টি চ্যাম্পিয়নস লীগও জিতেছেন মুলার। ম্যাচের পর স্কাই জার্মানিতে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার মাথা সত্যিই কাজ করছে না। ৭৫০০০ হৃদয় (আলিয়েঞ্জ অ্যারেনায় উপস্থিত সমর্থকসংখ্যা) আমার জন্য আরেকটু বেশি স্পন্দিত হচ্ছিলো।’ বায়ার্নের অফিশিয়াল ওয়েবসাইটে মুলার বলেন, ‘ফুটবল এবং ভক্তরাই আমাকে বায়ার্নের হয়ে ৭৫০ ম্যাচ খেলার অনুপ্রেরণার যোগান দিয়েছে।’
অন্যদিকে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে কেইনের। এখন এই ইংলিশম্যানকে আর কেউ ‘অপয়া’ বলার সুযোগ পাবে না। এর আগে ১৫ বছরের ক্যারিয়ারে জাতীয় দল ও স্বদেশি জায়ান্ট ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে একটিও শিরোপা জেতা হয়নি কেইনের। স্পার্সদের হয়ে দু’টি লীগ কাপ ফাইনাল ও একটি চ্যাম্পিয়নস লীগ ফাইনাল হারেন কেইন। বর্তমান ক্লাবের জার্সিতে হেরেছেন জার্মান সুপার কাপের শিরোপা। আর ইংল্যান্ডের হয়ে হেরেছেন টানা দুই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল। গতবছর বাভারিয়ানদের হয়ে নাম লেখানোর পর সেবার লেভাকুসেনের কাছে শিরোপা হারায় বায়ার্ন। স্বভাবতই কেইনের ‘অপয়া’ কুখ্যাতি নিয়ে হাস্যরস হয় আরও বেশি। সেই দুঃসময় কাটিয়ে শিরোপা উল্লাসে মেতে কেইন বলেন, ‘অসাধারণ অনুভূতি। এটি অনেক দিনের অপেক্ষা। ভক্তদের সঙ্গে উদযাপন করতে এই ধরনের মুহূর্তগুলোর জন্য অনেক কঠোর পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করতে হয়েছে। আশা করি আরও ট্রফি শিরোপা আসবে।’ ৩১ বছর বয়সী এই তারকা যোগ করেন, ‘বলতে বাধা নেই যে আমার জীবনবৃত্তান্ত থেকে এই একটা জিনিসই এতদিন বাদ ছিল।’ 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status