খেলা
গোল করেও মায়ামির বড় হার ঠেকাতে পারলেন না মেসি
স্পোর্টস ডেস্ক
(২১ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ১১:২০ পূর্বাহ্ন

আমেরিকান মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচে দুর্দান্ত খেলেও হার এড়াতে পারলেন না লিওনেল মেসি। মিনেসোটা ইউনাইটেডের মাঠে প্রথমার্ধেই দুই গোল খেয়ে বসল ইন্টার মায়ামি। মাঠে ফিরে আর্জেন্টাইন মহাতারকা এক গোল শোধ করলেও আরও দু’বার মায়ামির জাল খুঁজে নেয় স্বাগতিকরা। আমেরিকান ক্লাবটিতে যোগ দেয়ার পর ৪-১ গোলের এত বড় হার এর আগে দেখেননি মেসি।
এ ম্যাচের ফলাফলের পর পরিসংখ্যানের দিকে তাকালে চোখ কপালেই ওঠার কথা। গোলের দিকে ৮টি শটের মধ্যে ৫টিই লক্ষ্যে রাখা মিনেসোটা পুরো ম্যাচজুড়ে বল দখলে রাখে স্রেফ ২৬ শতাংশ। অন্যদিকে ১০টির মধ্যে কেবল ৩টি শট লক্ষ্যে রাখা মায়ামির বল আধিপত্য ৭৪ শতাংশ। বাংলাদেশি সময় আজ ভোরে শেষ হওয়া ম্যাচটিতে মেসি ৫ শটের সঙ্গে সুযোগ তৈরি করেছেন ৪বার। এক গোলের সঙ্গে রেটিংও পেয়েছেন সর্বোচ্চ, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। এদিন চোটের কারণে দলে ছিলেন না আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়কের আক্রমণের সঙ্গী লুইস সুয়ারেজ। যদিও রক্ষণেই বেশি ভুগেছে সফরকারীরা। ম্যাচের ৩২ ও প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে হোলাগোয়ানে ও অ্যান্থনি মারকানিসের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিনেসোটা। মাঠে ফিরে তৃতীয় মিনিটেই এক গোল শোধ করেন সর্বোচ্চ আটবারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ড। বার্সেলোনার সাবেক ও মায়ামির বর্তমান সতীর্থ জর্দি আলবার পাস ডি বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন মেসি। এটি তার পেশাদার ক্যারিয়ারের ৮৬০তম গোল। তবে ৬৮তম মিনিটে মেসির স্বদেশি সতীর্থ ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট নিজেদের জালেই বল পাঠিয়ে দিলে ব্যবধান আরও বাড়ে। মিনিট দুয়েকের মধ্যে স্বাগতিকদের শেষ গোলটি করেন রবিন লড। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় তুলে নেয় মিনেসোটা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন হারের পর গত সপ্তাহে এমএলএসে নিউ ইয়র্ক রেড বুলসকে একই ব্যবধানে হারায় মায়ামি। পরের ম্যাচে পথ হারিয়ে এই ব্যবধানে হারলো মেসিরা। ২০২৩-এর জুলাইয়ের পর এবারই প্রথম ৩ গোলের ব্যবধানে কোনো ম্যাচ হারলো মায়ামি। আমেরিকান ক্লাবটির হয়ে প্রায় দুই বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে এটি মেসির অষ্টম হার। আর লা পুলগা’র জাতীয় দল ও বার্সার সাবেক সতীর্থ হাভিয়ের মাশচেরানোর গত নভেম্বরে দায়িত্ব নেয়ার পর ১৯ ম্যাচের মধ্যে এটি মায়ামির পঞ্চম হার। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের তালিকায় ১১ ম্যাচে ৬ হার, ৩ ড্র ও ২ হারে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ ইন্টার মায়ামি।