খেলা
রোনালদো আর নাসরের ‘শতাব্দীর সেরা চুক্তি’ স্থগিত
স্পোর্টস ডেস্ক
(২০ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৩:৪৮ অপরাহ্ন

চলতি মৌসুমে দুর্দান্ত খেলেও ফের শিরোপাহীন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে ৩৩ গোলের সঙ্গে ৪ অ্যাসিস্টও করেছেন এই পর্তুগিজ মহাতারকা। তবে সৌদি প্রো লীগের ক্লাবটির এই মৌসুমেও কোনো শিরোপা জয়ের সুযোগ নেই। এর আগ গত জানুয়ারিতে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, নতুন চুক্তিতে নাসরের তরফ থেকে একটি লোভনীয় প্রস্তাব পেতে যাচ্ছেন রোনালদো, যেখানে তিনি ক্লাবটির আংশিক মালিকানাও পাবেন। সংবাদমাধ্যমটি সেই চুক্তিকে আখ্যা দেয় ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে। তবে তাদের নতুন খবর অনুযায়ী, নাসরের সঙ্গে সেই চুক্তি আপাতত স্থগিত রেখেছেন পর্তুগিজ অধিনায়ক।
সৌদি প্রো লীগের চলতি মৌসুম এখনও শেষ না হলেও শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে ইতিমধ্যেই। ৮ই মে করিম বেঞ্জেমার আল ইত্তিহাদের কাছে ৩-২ গোলের হারে লীগ জয়ের স্বপ্ন ভেঙেছে নাসরের। ৪ ম্যাচ বাকি থাকতে রোনালদো-মানেদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে সবার উপরে ইত্তিহাদই। ৩০ ম্যাচে বেঞ্জেমাদের পয়েন্ট ৭১, ৬০ পয়েন্টে চারে নাসর। এর আগে গেলো মাসে এএফসি চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে জাপানিজ ক্লাব কাওয়াসাকি ফ্রন্তেলের সঙ্গে ৩-২ গোলে হেরে ছিটকে যায় নাসর। পরের গুরুত্বপূর্ণ ম্যাচে ইত্তিহাদের সঙ্গে হারের পর মাঠ ছেড়ে চলে যান ক্ষুদ্ধ রোনালদো। এমন প্রতিক্রিয়া ভালোভাবে নেয়নি ক্লাব কতৃপক্ষ। গত জানুয়ারিতে মার্কা জানায়, নতুন চুক্তিতে নাসরের দেয়া লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি রোনালদো। বিশাল অঙ্কের অর্থ তো আছেই, সঙ্গে পাবেন সৌদি ক্লাবটির ৫ শতাংশ মালিকানাও। সেক্ষেত্রে সব মিলিয়ে এক মৌসুমে এই ৪০ বছর বয়সী তারকা ফুটবলারের পকেটে ঢুকতো ১৮ কোটি ৩০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ২৯৫ কোটি টাকা। কয়েক মাস না গড়াতে মার্কাই খবর দিলো যে দুই পক্ষেরই সেই চুক্তি আপাতত স্থগিত।
২০২৩-এর জানুয়ারিতে আল নাসরে যোগ দেয়ার পর এখন পর্যন্ত সৌদি ক্লাবটির হয়ে লীগ বা মহাদেশীয় কোনো শিরোপাই জেতা হয়নি রোনালদোর। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের ঝুলিতে থাকা একমাত্র অর্জন ২০২৩-এর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।