খেলা
কান্নাভেজা চোখে ইয়ামাল-রাফিনহাদের শিরোপার প্রতিশ্রুতি
স্পোর্টস ডেস্ক
(১৭ ঘন্টা আগে) ৭ মে ২০২৫, বুধবার, ৪:৪৫ অপরাহ্ন

সান সিরোতে নিজেদের নিংড়ে দিয়েও শেষ হাসি হাসা হয়নি বার্সেলোনা খেলোয়াড়দের। বারবার গোলের খুব নিকটে গিয়েও ইন্টার মিলান গোলকিপার ইয়ান সোমারের কাছে পরাস্ত হয়েছেন লামিন ইয়ামালকে। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই ‘না হওয়া ’জয়সূচক গোলটি করেন রাফিনহা। ওই গোলেই ৩-২ ব্যবধানে ১০ বছর পর চ্যাম্পিয়নস লীগ ফাইনালের স্বপ্ন বুনতে থাকে কাতালানরা। তবে যোগ করা তৃতীয় মিনিটে ফ্রানসেস্কো আচেরবির গোলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর ডেভইড ফ্রাত্তেসির গোলে সেমিফাইনাল উতরে যায় স্বাগতিকরা। ম্যাচের পর মাঠেই মুষরে পড়তে দেখা যায় বার্সেলোনার চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা ইয়ামাল-রাফিনহাদের। ইউরোপ সেরার মঞ্চে ব্যর্থতার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চ্যাম্পয়নস লীগ ট্রফির প্রতিশ্রুতি দিয়ে রাখলেন তারা।
ইন্টারের বিপক্ষে প্রথম লেগেও দুর্দান্ত ছিলেন তরুণ তুর্কি ইয়ামাল। ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে জাদুকরি ফুটবল প্রদর্শনের দিন দারুণ একটি গোলও করেন এই ১৭ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড। ফিরতি লেগেও দুর্দান্ত খেললেও জালের দেখা পাননি তিনি। ম্যাচের শেষ বাঁশি বাজার পর হতাশায় যেনো নুইয়ে পড়ছিলেন ইয়ামাল। চোখের জল আটকে রাখতে চেয়েও পারেননি। তাকে স্বান্তনা দিতে এগিয়ে আসেন স্বাগতিক দলের ফরোয়ার্ড মার্কাস থুরাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে নিজেরই হতাশাগ্রস্ত ছবি দিয়ে ইয়ামাল লেখেন, ‘আমরা নিজেদের সবটুকু দিয়েছি। এ বছর সম্ভব হয়নি। তবে আমরা ফিরে আসব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই ক্লাবকে আমরা তার যোগ্য জায়গা শীর্ষে না পৌঁছে থামব না। আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করব এবং এটি (চ্যাম্পিয়নস লীগ) বার্সেলোনায় ফিরিয়ে আনব। এটি অর্জনের আগপর্যন্ত থামব না।’ নিজের কান্নার ছবি পোস্ট করে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা লিখেছেন, ‘আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। বার্সার সব সমর্থকদের ধন্যবাদ। আমরা এখনও ঐক্যবদ্ধ আছি। চলতি মৌসুম এখনও শেষ হয়ে যায়নি। যত দিন যাচ্ছে, এই জার্সি নিয়ে আমি তত বেশি গর্ববোধ করছি। এই দল নিয়ে গর্বিত হচ্ছি। বার্সা দীর্ঘজীবী হোক।’ ম্যাচের একাধিক ছবির পাশাপাশি সমর্থকদের ছবিও এঁটে দিয়েছেন রবার্ট লেভানদোভস্কি। এই পোলিশ তারকা ফুটবলার লিখেছেন, ‘আমরা নিজেদের সবটুকু দিয়েছি এবং কাছাকাছি গিয়েছি। এই যাত্রা নিয়ে আমি গর্বিত। সমর্থকদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা। আরও অনেক কিছু আসবে। আমরা একসঙ্গে চেষ্টা করে যাব।’
চ্যাম্পিয়নস লীগ স্বপ্নভঙ্গের পর বার্সেলোনার লক্ষ্য এখন লা লিগা শিরোপা পুনরুদ্ধার। সে পথে আগামী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে হান্সি ফ্লিকের শিষ্যরা। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে সবার উপরে কাতালানরা। সমপরিমাণ ম্যাচে ৪ পয়েন্ট কমে দুইয়ে রিয়াল।