খেলা
ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে দ্বিতীয় বিশ্বসেরা অলরাউন্ডার মিরাজ
স্পোর্টস ডেস্ক
(১৭ ঘন্টা আগে) ৭ মে ২০২৫, বুধবার, ৪:৪৪ অপরাহ্ন

টেস্টের বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিয়ে দুইয়ে উঠে এসেছেন এই টাইগার অলরাউন্ডার। মিরাজের সামনে এখন শুধু ভারতের রবীন্দ্র জাদেজা।
টেস্ট ক্রিকেট র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ আজ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি ও ফাইফার নিয়ে এই তালিকার তৃতীয় থেকে মিরাজ এখন দ্বিতীয়। একই সঙ্গে ক্যারিয়ার সেরা ৩২৭ রেটিং পয়েন্ট এখন এই টাইগার অলরাউন্ডারের। সবার উপরে থাকা রব্রীন্দ্র জাদেজার (৪০০) সঙ্গে তার পয়েন্ট ব্যবধান ৭৩। ২৭ বছর বয়সী মিরাজ পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার মার্কো ইয়ানসেনকে (২৯৪)। ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ ক্রিকেটার অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। সেরা পাঁচে রয়েছেন সাকিব আল হাসান (২৫৩)। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হেরে যাওয়া ম্যাচেও দুর্দান্ত বোলিং করেন মিরাজ। দুই ইনিংসেই তুলে নেন ফাইফার। পরে চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতান এই অভিজ্ঞ ক্রিকেটার। সে ম্যাচে সাতে নেমে ১০৪ রানের ইনিংসে টাইগারদের লিড এনে দেন মিরাজ। পরে বল হাতে একাই ভেঙে দেন সফরকারীদের ব্যাটিং লাইন আপ। ৩২ রানে তুলে নেন ৫ উইকেট। একই টেস্টে সেঞ্চুরি ও ফাইফার নেয়ার কীর্তিতে বাংলাদেশি তৃতীয় ক্রিকেটার মিরাজ। এর আগে দু’বার এই কীর্তি গড়েন সাকিব আল হাসান ও একবার করেন সোহাগ গাজী। ওই সেঞ্চুরিতে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়েও ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন এই ডানহাতি ব্যাটার। ৮ ধাপ এগিয়ে মিরাজের অবস্থান এখন ৫৫তম। এর আগে তার সেরা অবস্থান ছিল ৬০তম। চট্টগ্রামে দুর্দান্ত ব্যাটিংয়ের সুফল পেয়েছেন সাদমান ইসলামও। ১২০ রানের ইনিংসে ১৭ ধাপ এগিয়ে এই টাইগার ওপেনারের অবস্থান এখন ৬০তম। এক ধাপ করে এগিয়েছেন মুমিনুল হক (৪৭তম) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৫২তম)। বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে মিরাজের বর্তমান অবস্থান ২৪তম। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ৬ ও ৩ উইকেট নিয়ে সাত ধাপ এগিয়ে তাইজুল ইসলামের উঠে এসেছেন ১৬ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে সবার উপরে এই বাঁহাতি স্পিনারই। একই ম্যাচে ৩ উইকেট নেয়া নাঈম হাসান ৬ ধাপ এগিয়ে ৫৪তম। টেস্ট ব্যাটারদের মধ্যে আগের মতোই শীর্ষে জো রুট। আর বোলারদের তালিকায় যথারীতি ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ সবার উপরে।