খেলা
অঙ্কন, সোহানের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৩৪৪
স্পোর্টস ডেস্ক
(১৮ ঘন্টা আগে) ৭ মে ২০২৫, বুধবার, ৩:১২ অপরাহ্ন

অধিনায়ক নুরুল হাসান সোহানের পর মাহিদুল ইসলাম অঙ্কনও দেখা পেলেন শতকের। এ দুই ব্যাটারের সেঞ্চুরিতে সফরকারী নিউজিল্যান্ড “এ” দলের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ৫ উইকেট হারিয়ে কিউইদের ৫০ ওভারে ৩৪৫ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।
দিনের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে ২৪ রান করা ওপেনার পারভেজ হোসেন ইমন এদিন ব্যক্তিগত ৮ রানের মাথায় ফিরে যান । এরপর দলের হাল ধরেন এনামুল হক বিজয় এবং নাঈম শেখ। দু’জন মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। ব্যক্তিগত ৪০ রানে ফেরেন নাঈম। এরপর ৩৯ রানে সতীর্থের পথ ধরেন বিজয়ও।
নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কনের জুটিতে সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশের পুঁজিও বাড়তে থাকে। পরবর্তীতে দুই জনই তুলে নেন সেঞ্চুরি। সোহান শতক হাঁকিয়ে ব্যক্তিগত ১১২ রানে ফিরলে ভেঙে যায় ২২৫ রানের জুটি। তখনো ব্যাট হাতে লড়তে থাকেন অঙ্কন।
ইনিংসের শেষ ওভারে অঙ্কন ১০৫ রান করে বিদায় নেন। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২ উইকেট সংগ্রহ করেন ক্রিস্টিয়ান ক্লার্ক।