ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

পিছু হটলো বিসিবি, হৃদয়ের নিষেধাজ্ঞা আগামী বছর

স্পোর্টস রিপোর্টার
২৬ এপ্রিল ২০২৫, শনিবার
mzamin

এক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা বহাল, কমানো আর স্থগিত করা নিয়ে বিসিবিতে যা হলো গেল কয়েকদিনে সেটা এক শব্দে নাটক ছাড়া আর কিইবা বলা যায়! বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) প্রধান নাজমুল আবেদীণ ফাহিম ঘোষণা দিলেন, পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন হৃদয়। ঠিক পরের দিন অর্থাৎ গতকাল তামিম ইকবালের নেতৃত্বে ক্রিকেটারদের সঙ্গে মিটিংয়ের পর জানা গেলো স্থগিত হয়ে গেছে নিষেধাজ্ঞা! এমনকি সেটা পিছিয়ে গেছে অন্তত এক বছর! 

ঠিক একদিনের ব্যবধানে যেন বিসিবির উঁচু মেরুদণ্ড আবার বেঁকে গেলো! বুধবার আম্পায়ারস কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু নিজেদের ভুল স্বীকার করলেন। পরের দিন টেকনিক্যাল কমিটির প্রধান নাজমুল আবেদীন ফাহিম বহাল করলেন আগের নিয়ম, জানালেন পরের দিন আবার নিষেধাজ্ঞা কার্যকর হবে! আর গতকাল তামিমদের সঙ্গে মিটিংয়ে বিসিবির সব যেন দাবার গুটির মতো উল্টে-পাল্টে গেলো!

বিসিবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু মানবজমিনকে বলেন, ‘হৃদয়ের শাস্তিটা আগামী মৌসুমে কার্যকর হবে। এই একটা ম্যাচ। এত সবকিছু প্যাচায় গেছে তো, ক্রিকেটাররা আসছে তারা অনেক কিছু বোঝালো। সবদিকই থাকলো, নিয়মও বজায় থাকলো! আসলে আমরা তো একটা ভুল করছিই। প্রথমে মাপ না করলেই ঠিক ছিল।’

হৃদয়ের আবার শাস্তি হাস্যকর, বলেছেন তামিম
একই ক্রিকেটারকে দুই ম্যাচ বিরতিতে একই ঘটনায় আবার নিষিদ্ধ করাকে হাস্যকর বলেছেন মোহামেডান ক্রিকেটার তামিম ইকবাল। তিনি বলেন, ‘তাওহীদ হৃদয়ের সঙ্গে মাঠে ইনসিডেন্ট হয়, ওকে দুটা ম্যাচের জন্য সাসপেন্ড করে। তখন কিন্তু কোনো খেলোয়াড় বা কেউ এটা নিয়ে কথা বলেনি। তার কিছুদিন পর দেখলাম যে দুই ম্যাচ থেকে এক ম্যাচ করা হলো। তারপর হৃদয় একটা ম্যাচ না খেলে তারপর দুটা ম্যাচ খেলল। স্বাভাবিকভাবে ওর যে শাস্তি ছিল, সেটা সে ভোগ করে নিয়েছে। দুটা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার নিষিদ্ধ করছে। এটা হাস্যকর ছিল। তাকে আবার আপনি কিভাবে সাসপেন্ড করতে পারেন? এটা একটা আমাদের বড় পয়েন্ট ছিল।‘

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status