খেলা
প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৪২ রানের লক্ষ্য লঙ্কান যুবাদের
স্পোর্টস ডেস্ক
(৬ ঘন্টা আগে) ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ২:৪৩ অপরাহ্ন

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফরের ছয় ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি আজ শুরু হয়েছে হাম্বানটোটায়। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে লঙ্কান যুবাদের সংগ্রহ ৬ উইকেটে ২৪১ রান।
আজ টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কান অনূর্ধ্ব-১৯ দল। ইনিংসের দ্বিতীয় ওভারেই দুলনিথ সিগেরাকে সাজঘরে ফেরান ইকবাল হোসেন ইমন। আরেক ওপেনার দিমান্থা মাহাভিথানাকেও দ্রুতই একই পথ দেখান এই বাংলাদেশি ডানহাতি পেসার। পরে ভিমাথ দিনসারাকে নিয়ে তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন সেনুজা ওয়েকুনাগোদা। ৩৮ রানে সে জুটি ভাঙলেও পরে ব্যক্তিগত ফিফটি করে আউট হন সেনুজা। দলীয় ৮৭ থেকে ১১৪ রানের মধ্যে আরও ৩ উইকেট হারায় স্বাগতিকরা। তবে সপ্তম উইকেটে দুর্দান্ত এক জুটি উপহার দেন চামিকা হিনাতিগালা ও কাভিজা গামাগে। ১২৭ রানের জুটি গড়ে নির্ধারিত ওভার পর্যন্ত অপরাজিত থাকেন এই দুই লঙ্কান ব্যাটার। চামিকা অপরাজিত থাকেন ৯২ বলে ব্যক্তিগত ৭৮ রানে ও কাভিজার ব্যক্তিগত সংগ্রহ ৫৯ বলে ৬০ রান। বাংলাদেশের হয়ে দু’টি করে উইকেট নেন ইমন ও রিজান হোসেন। ১টি করে নেন আল ফাহাদ ও দেবাশিষ দেবা।