বিশ্বজমিন
চীনা পণ্যে শুল্কহার কমানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৯ অপরাহ্ন

চীনের ওপর আরোপিত পারস্পরিক শুল্ক কমানোর ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে শুল্কহার কমানোর বিষয়টি বেইজিংয়ের ওপর নির্ভর করবে বলে জোর দিয়েছেন তিনি। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, অন্যান্য দেশের সঙ্গে চলমান আলোচনা শেষ করে এর ফলাফলের ওপর ভিত্তি করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনসহ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের ওপর নতুন শুল্কহার ঘোষণা করতে পারে তার প্রশাসন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়, চীনের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তা থেকে কত শুল্কহার কত শতাংশ কমানো হবে জানতে চাইলে সাংবাদিকদের প্রেসিডেন্ট বলেন, এটা তাদের (চীনের) ওপর নির্ভর করছে। আমাদের এমন একটি অবস্থা রয়েছে যেখানে আমরা একটি অসাধারণ জায়গায় আছি- এর নাম হলো যুক্তরাষ্ট্র, এবং এই দেশটিকে বহু বছর ধরে লুটে খাওয়া হয়েছে।
ট্রাম্প বলেন, আমি মনে করি যা ঘটবে তা হলো- আমরা দারুণ কিছু চুক্তি করতে যাচ্ছি। আর যদি কোনো প্রতিষ্ঠান বা দেশের সঙ্গে আমাদের চুক্তি না হয় তাহলে আমরা শুল্ক আরোপ করব। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন ট্রাম্প। বলেছেন, তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রেখেছেন এবং তিনি আশা করছেন, উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে। যদি চুক্তি না হয় তাহলে চীনের ওপর পুনরায় শুল্কহার বৃদ্ধির হুমকি দিয়েছেন ট্রাম্প।
চীনের সঙ্গে এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কার্যকরী আলোচনা হচ্ছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, তার প্রশাসন চীনের সঙ্গে সক্রিয়ভাবেই কথা বলছে। সব কিছুই কার্যকরী। আমরা যা করতে চাইছ সকলেই তার অংশীদার হতে চায়।
এপ্রিলের শুরুর দিকে চীনসহ বিশ্বের শতাধিক দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এতে বিশ্বের শেয়ারমার্কেটে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করলে তিন মাসের জন্য শুল্ক স্থগিতের ঘোষণা দেয়া হয়। তবে চীনকে এর বাইরে রাখেন ট্রাম্প। চীনও এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের একাধিক পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে। এতে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের শঙ্কা দেখা দেয়। মূলত এই উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতেই সমঝোতা করতে আলোচনা শুরু করেছে দুই দেশের কূটনীতিকরা। বুধবার এই প্রেক্ষাপটেই চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ইস্যুতে বিভিন্ন মন্তব্য করেন ট্রাম্প।
পাঠকের মতামত
ট্রাম্প বুজতে পারছে এটা ইন্ডিয়া না, এটা চায়না কোন হুমকি কাজে আসবেনা। মনে হচ্ছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। যেমন হকার সংবাদিক ময়ুক বাল।