বিশ্বজমিন
৫০ দিন ধরে ত্রাণ সরবরাহ বন্ধ, ভয়াবহ মানবিক সংকটে গাজাবাসী
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪২ অপরাহ্ন

ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় মানবিক সংকট তীব্র হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। মঙ্গলবার জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) সতর্ক করে বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকাটিতে মানবিক সংকট সবচেয়ে জটিল পর্যায়ে পৌঁছেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
এতে বলা হয়, গাজায় টানা ৫০ দিন ধরে ত্রাণ সরবরাহ বন্ধ আছে। ওসিএইচএ’র মুখপাত্র জেন্স লার্কে বলেছেন, গাজা বর্তমানে সম্ভবত সবচেয়ে ভয়াবহ মানবিক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
গাজার বেসামরিক নাগরিকদের ভয়াবহ পরিস্থিতির ওপর জোর দিয়েছেন জেন্স লার্কে। বলেছেন,পরিস্থিতি যে বিপর্যয়ের দিকে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ২ মার্চ থেকে গাজার ক্রসিংগুলো বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইল। এছাড়া ত্রাণ ও সকল প্রকার সহায়তা উপকরণও পৌঁছাতে বাধা দিচ্ছে তারা। উপত্যকাটিতে মানবিক বিপর্যয় চলছে জেনেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে তেল আবিব।
উল্লেখ্য, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ১৮ মার্চ থেকে গাজায় পুনরায় হামলা শুরু করে ইসরাইল। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫১ হাজার ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নভেম্বরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।