বাংলারজমিন
অপহৃত শিক্ষার্থীর মুক্তি ও ধর্ষকের শাস্তির দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশ
বান্দরবান প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, সোমবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত পাঁচ শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি ও রাঙ্গামাটি কাউখালিতে আদিবাসী ছাত্রীকে ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বান্দরবানে আদিবাসী ছাত্র সমাজ। রোববার বিকালে শহরে প্রেস ক্লাব চত্বরের সামনে এই প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এ সময় হাতে ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ সমাবেশে অংশ নেন শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সাধারণ শিক্ষার্থীদের এমন অপহরণের ঘটনা পার্বত্য চট্টগ্রাম ও সারা বাংলাদেশে মানবাধিকারবিরোধী ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার পরিপন্থি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের ওপর এমন ঘৃণ্য ঘটনা আত্মবিধ্বংসী কাজ। আগে ফ্যাসিস্ট সরকারের আমলে অপহরণ ও ধর্ষণের মতো যে ঘটনাগুলো ঘটেছে সেটি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঘটছে। আগেও যেমন একটিরও বিচার হয়নি তেমনি এখনো বিচার কিংবা আইনের আওতায় আনা হচ্ছে না। এদেশের নাগরিক হয়েও সুষ্ঠু বিচার পাচ্ছি না। এ বিচার বহির্ভূত সংস্কৃতি একদিনে তৈরি হয়নি। পাহাড় ও সমতলে ধর্ষণের ঘটনা ঘটেছে। তাই অপহৃত পাঁচ শিক্ষার্থীকে অতিদ্রুত নিঃশর্তভাবে সুস্থ শরীরে মুক্তি ও আদিবাসী ছাত্রীকে ধর্ষণের বিচারের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য যথাযথ প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন আদিবাসী শিক্ষার্থীরা। সমাবেশে অধিকার কর্মী জন ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল সাধারণ সম্পাদক অংশৈসিং মারমা, প্রাথমিক শিক্ষক উলিসিং মারমা, শিক্ষার্থী চিতন তংচঙ্গ্যা, পায়াং ম্রো ও উশৈহ্লাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।