ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

গাজীপুরে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২১ এপ্রিল ২০২৫, সোমবার

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার তুসুকা গ্রুপের পোশাক শ্রমিকরা বিভিন্ন দাবিতে দু’দিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। সবগুলো দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ ও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শ্রমিকরা। গতকাল সকাল ৮টা থেকে দ্বিতীয়দিনের মতো ওই কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করে কারখানার ভেতরেই বিক্ষোভ করেছেন। কারখানার বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।  
এর আগে তারা শনিবার সকালে কর্মবিরতি শুরু করলে কিছু দাবি মেনে নেয়ার ঘোষণা দেয়া হলে পরে কাজে যোগদান করে। পরবর্তীতে দুপুর ২টা থেকে আবারো সব দাবি পূরণের দাবিতে কর্মবিরতি শুরু করেন তারা। বিকাল ৫টার সময় কারখানা ছুটি হয়ে গেলে শ্রমিকরা সবাই বাসায় চলে যায়। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি পূরণের বিষয়ে কারখানা গেটে একটি নোটিশ সাঁটিয়ে দেয়। শ্রমিকদের দাবি, বিজিএমইএ কাঠামো অনুযায়ী বেতন কাঠামোর ১০০% গ্রেডিং করতে হবে। ঈদের ছুটিতে কোনো জেনারেল কাটানো যাবে না। বাৎসরিক পিকনিকের আয়োজন করতে হবে। কর্মক্ষেত্রে কোনো প্রকার স্বজনপ্রীতি চলবে না। কারখানায় যোগদান অনুযায়ী ছুটির টাকা প্রদান করতে হবে। যে পাওনা রয়েছে তা চলতি মাসে পরিশোধ করতে হবে। এ ছাড়াও শ্রমিক ছাঁটাই বন্ধ করাসহ আরও বেশ কিছু দাবি জানিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন।
তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান বলেন, শ্রমিকদের গতকাল যে দাবি ছিল তা পুরোপুরি মেনে নিয়ে আমরা নোটিশ দিয়ে দিয়েছি। তবুও তারা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছেন। আমরা কোনো শ্রমিক ছাঁটাই করিনি এবং শ্রমিক আইন অনুযায়ী সবকিছুই করা হয়ে থাকে। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন আহমেদ জানান, কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে কারখানার সামনে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status