বাংলারজমিন
রাজশাহীতে আদালত থেকে হাতকড়াসহ সাজাপ্রাপ্ত আসামির পলায়ন
রাজশাহী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবাররাজশাহীর আদালত চত্বর থেকে আরিফ নামের মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পলাতক আরিফ মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া এলাকার জাকির হোসেনের ছেলে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি আরিফকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ থেকে হাজিরা শেষে নিয়ে যাচ্ছিলেন কনস্টেবল মাহমুদুল হাসানসহ অপর এক কনস্টেবল। এ সময় ওই আসামি হাতকড়াসহ পালিয়ে যায়। রাজশাহী কোর্ট পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত এক আসামি পালিয়ে গেছে। বিস্তারিত পরে জানানো হবে বলে ফোন কেটে দেন। এসি প্রসিকিউশন সীমা খাতুন বিষয়টি এড়িয়ে যান।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মিডিয়া সাবিনা ইয়াসমিন বলেন, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। আশা করি দ্রুত পুলিশ তাকে আটক করতে সক্ষম হবে।