অনলাইন
সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভারতের ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি ঘোষণা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১৮ ঘন্টা আগে) ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৩ অপরাহ্ন
ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করেছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
ভারত বনাম বাংলাদেশ সাদা বলের এই সিরিজ় শুরু হবে ১৭ অগস্ট থেকে। মিরপুর এবং চট্টগ্রামে হবে ছ’টি ম্যাচ। এক দিনের ক্রিকেট দিয়ে শুরু হবে সিরিজ। তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। প্রথম ও দ্বিতীয় এক দিনের ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ১৭ ও ২০ অগস্ট হবে সেই ম্যাচ দুটি। সিরিজ়ের শেষ ম্যাচ ২৩ অগস্ট চট্টগ্রামে হবে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৬ অগস্ট থেকে। প্রথম ম্যাচ চট্টগ্রামে। পরের দু’টি ম্যাচ মিরপুরে। ২৯ এবং ৩১ অগস্ট হবে সেই দু’টি ম্যাচ। তবে ভারত এই সফরে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে তরুণদের দল পাঠাবে বলে জানা গিয়েছে।