অনলাইন
ইনভেস্টমেন্ট সামিটে স্বাস্থ্য খাতে ৪ সমঝোতা স্মারক সই
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

বাংলাদেশের স্বাস্থ্য খাতের সহযোগীতা জোরদারের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের শেষ দিনে এ স্মারকগুলো সই হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
চার সমঝোতা স্মারক হলো- হাসান মহিন চার্টার্ড একাউন্টেন্টস, আবুধাবিভিত্তিক দ্য এন্টারপ্রেনার্স গ্রুপ এবং বীকন ফার্মাসিউটিকেলস পিএলসির মধ্যকার একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি; হাসান মহিন চার্টার্ড একাউন্টেন্টস, ইউনিভার্সাল মেডিকেল কলেজ এবং দ্য এন্টারপ্রেনার্স গ্রুপের মধ্যে আরেক একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি সই; হাসান মহিন চার্টার্ড একাউন্টেন্টস এবং দ্য এন্টারপ্রেনার্স গ্রুপের মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা এবং হাসান মহিন চার্টার্ড একাউন্টেন্টস ও জেপিজে ইনভেস্টমেন্টের মধ্যে একটি দ্বিপক্ষিয় সমঝোতা স্মারক সই।
পাঠকের মতামত
প্রতিটি উপজেলা হাসপাতালে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হউক।
৬৪ জেলায় কমপক্ষে ৬৪ টা হাসপাতাল তৈরি করা হউক যাতে আই সিউ থেকে সব ধরনের সেবা পাওয়া যায় যাতে করে রুপি ঢাকা যাওয়ার পথে মারা না যায় কারন টাকা রুগিরাই দেবে
আমাদের দেশে ৩০০ টা আসনে ৩০০ টা সরকারি হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেওয়া হোক।