ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

তালেবানদের উপর থেকে 'সন্ত্রাসী' গোষ্ঠীর তকমা তুলে নিলো রাশিয়া

মানবজমিন ডিজিটাল

(১ দিন আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২:২০ অপরাহ্ন

mzamin

তালেবানের উপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা তুলে নিলো রাশিয়ার সুপ্রিম কোর্ট। দুই দশকের যুদ্ধের পর মার্কিন ও ন্যাটো সেনারা যখন আফগানিস্তান ছেড়ে চলে আসে, তখন ২০২১ সালের আগস্টে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে। রাশিয়ান আদালতের এই পদক্ষেপ তালেবানদের জন্য একটি কূটনৈতিক জয়, যাদের ২০০৩ সালে মস্কোর সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর জেরে  তাদের সাথে যেকোনো যোগাযোগ রাশিয়ান আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ ছিল। একই সময় তালেবান প্রতিনিধিদল রাশিয়া আয়োজিত বিভিন্ন ফোরামে যোগ দিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত মধ্য এশিয়ার দেশটিকে স্থিতিশীল করতে তাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন রাশিয়ার কর্মকর্তারা। সাম্প্রতিক বছরগুলোতে, মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান এবং কিরগিজস্তান তাদের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তালেবানদের নাম সরিয়ে দিয়েছে।
ক্ষমতায় আসার পর থেকে গত চার বছরে তালেবান সরকারের কর্মকর্তারা একাধিকবার রাশিয়া সফর করেছেন। গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানের ‘বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করা প্রয়োজনীয়’। কারণ আফগানিস্তানে বর্তমানে তারাই ক্ষমতায়। ২০২৪ সালের মে মাসে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিচার মন্ত্রণালয় তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। চলতি মাসের শুরুতে প্রসিকিউটর জেনারেলের কার্যালয় সুপ্রিম কোর্টে প্রস্তাব জমা দেয়। বৃহস্পতিবার  প্রস্তাবটির বিষয়ে সিদ্ধান্ত জানায়  সুপ্রিম কোর্ট।  

রুদ্ধদ্বার কক্ষে শুনানি শেষে জানিয়ে দেয়া হয় তালেবানের উপর থেকে ‘সন্ত্রাসী' তকমা তুলে নিচ্ছে মস্কো। ২০২৪ সালেই রুশ প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে তালেবান প্রতিনিধিদের কূটনৈতিক আলোচনা হয়েছিল। সেই সময় থেকেই ইঙ্গিত মিলছিল, এমনটাই করতে চলেছে রাশিয়া। তবে এখনও পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। নারীদের প্রতি তালেবানের মনোভাব আন্তর্জাতিক মহলে চরমভাবে সমালোচিত হয়ে আসছে। স্বীকৃতি না দিলেও কাবুলে বর্তমানে চীন, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরানের দূতাবাস রয়েছে।

ক্রাইসিস গ্রুপের এশিয়া প্রোগ্রামের একজন প্রবীণ বিশ্লেষক ইব্রাহিম বাহিস বলেছেন, তালেবানদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা কাবুলের সাথে বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি আইনি বাধা এবং এটি তুলে নেয়া তালেবানের সাথে মস্কোর সম্পর্ক উন্নত করার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।দক্ষিণ এশিয়ার বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেছেন যে, রাশিয়ার এই পদক্ষেপ প্রথম নয় , কারণ অনেক দেশই আনুষ্ঠানিকভাবে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেনি। একই সাথে, তিনি এই সিদ্ধান্তকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ‘উইন-উইন’ পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

সূত্র : সিএনএন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status