অনলাইন
আফগানিস্তানে প্রথম সরকারি সফরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার
মানবজমিন ডিজিটাল
(৯ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:০৯ অপরাহ্ন

নিরাপত্তা এবং নির্বাসন ইস্যুতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে টানাপোড়েন চলছে। এই আবহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শনিবার এক দিনের সরকারি সফরে কাবুল রওনা হয়েছেন। তার সাথে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও রয়েছে। পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আফগানিস্তান সফরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী/পররাষ্ট্রমন্ত্রী একটি উচ্চ-স্তরের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন, যার মধ্যে রয়েছেন আফগানিস্তানের বিশেষ প্রতিনিধি রাষ্ট্রদূত সাদিক খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাজওয়া, বাণিজ্য, রেলপথ এবং স্বরাষ্ট্র বিষয়ক ফেডারেল সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।'
ইসহাক দার তার যাত্রার আগে নূর খান বিমান ঘাঁটিতে গণমাধ্যমের সাথে কথা বলেন। সেখানে তিনি তার পশ্চিমা প্রতিবেশীর সাথে পাকিস্তানের সম্পর্কের তাৎপর্যর কথা তুলে ধরেন। তিনি বলেন, আফগানিস্তান একটি প্রতিবেশী মুসলিম দেশ এবং পাকিস্তানের সাথে তার দীর্ঘস্থায়ী ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্ক অনেকটা দুই ভাইয়ের মতো। তারা একে ওপরের সাথে সম্পৃক্ত এবং এটি এমনই থাকা উচিত। দার স্বীকার করেছেন যে, গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে বিশেষ করে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে দুই দেশের মধ্যে সম্পর্কে শীতলতা এসেছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর কথায়, 'আমাদের অগ্রাধিকার হলো জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়-সন্ত্রাসবাদ।
চ্যালেঞ্জ সত্ত্বেও, ইসহাক দার দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। বলেন, দুই দেশের মধ্যে অগণিত বাণিজ্য ও অর্থনৈতিক সুযোগ রয়েছে। আমরা আফগানিস্তান থেকে রেলপথের মাধ্যমে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে সংযোগ স্থাপন করতে পারি। তবে, আফগানিস্তানে রেলওয়ের একটি সঠিক বিভাগ না থাকলে এই ধারণাটি বাস্তবায়িত হতে পারবে না।
সেইসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে, পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কের বর্তমান অর্থনৈতিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো হচ্ছে না। বৃহত্তর সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী। মন্ত্রীর কথায়, 'আমি সদিচ্ছা নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমি এই দুটি মুসলিম দেশকে আরও কাছাকাছি আনার চেষ্টা করব। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের জনগণের অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নতির জন্য যা কিছু সম্ভব তা আমাদের করতে হবে।
তার সফরকালে দার আফগানিস্তানের শীর্ষ নেতৃত্বের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করবেন।
সূত্র : জিও টিভি