অনলাইন
স্বরাষ্ট্র উপদেষ্টা
আওয়ামী লীগের মিছিল বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে
অনলাইন ডেস্ক
(৭ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩০ অপরাহ্ন

আওয়ামী লীগ যাতে মিছিল বা সভা-সমাবেশ করতে না পারে সে জন্য ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। বদলির পর নতুন কর্মস্থলে যোগ দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’
এছাড়া উত্তরা পশ্চিম, তুরাগ এবং উত্তরা পূর্ব থানাও পরিদর্শন করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি পুলিশ সদস্যদের আবাসন, খাদ্য এবং কর্মপরিবেশের খোঁজখবর নেন এবং মানোন্নয়নের বিষয়ে দিক-নির্দেশনা দেন।
পাঠকের মতামত
ধন্যবাদ জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনি ইস্পাত কঠিন থাকন, মজলুম জনতা আপনার সাথেই আছে।