অনলাইন
নাহিদ ইসলাম
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই
স্টাফ রিপোর্টার
(১০ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪৮ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের বক্তব্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়। ক্ষমতা থেকে একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না। বরং কীভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক ও গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে-এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থানে।’
শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে সকাল সাড়ে ১০টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে আলোচনার শুরুতে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশ একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকেই বাস্তবায়নের জন্য রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের যে উদ্যোগ নেয়া হয়েছে, তাতে ঐকমত্য কমিশনের প্রতি জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশের মানুষ বরাবরই কৃতজ্ঞ।’
আজকে আলোচনার আহ্বান করার জন্য জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ স্যারও বললেন, আজ আমাদের বসার প্রেক্ষাপট ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান। যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ১৬ বছরের একটি ফ্যাসিস্ট শাসককে পলায়ন করতে বাধ্য করা হয়েছিল। হাজারো মানুষের শাহাদত বরণ ও আহতদের কারণেই আজকের এই প্রেক্ষাপট।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা মনে করি যে, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময় জনগণ রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে। ’৯০-এর গণঅভ্যুত্থানের কথাও ইতিহাসে পড়েছি। সেই আকাঙ্ক্ষাগুলো আমরা দেখেছি ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার ফলেই একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল।’