ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

৪৭তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত, ৪৪তম-এর মে ও জুন মাসের নির্ধারিত মৌখিক পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

৪৭তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগস্টের প্রথম দিকে এই পরীক্ষা হতে পারে। আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭শে জুন এই পরীক্ষার হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যার পর সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র এই তথ্য জানিয়েছেন।
এদিকে, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের সুবিধার্থে ৪৪তম বিসিএসের মে ও জুন মাসে নির্ধারিত মৌখিক পরীক্ষা স্থগিত করেছে পিএসসি।
৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৪ সালে। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেছেন পৌনে ৪ লাখ চাকরিপ্রার্থী।

বর্তমানে চারটি বিসিএস পরীক্ষার জট লেগেছে। এর মধ্যে কোনো কোনো বিসিএসের কার্যক্রম চলছে সাড়ে তিন বছর ধরে। এগুলোর মধ্যে ৪৪ তম, ৪৫তম ও ৪৬ তম বিসিএসের প্রক্রিয়া শুরু হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। সর্বশেষ গত নভেম্বরে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে বিদ্যমান চারটি বিসিএসের জট শেষ করে পরবর্তী সময়ে একেকটি বিসিএস এক বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে বর্তমান পিএসসি কর্তৃপক্ষ। পাশাপাশি বিসিএস পরীক্ষার বিদ্যমান পাঠ্যসূচিতেও পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে।
ইতিমধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে, তাতে দেড় বছরের মধ্যে বিসিএস পরীক্ষা শেষ করে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে বিসিএস পরীক্ষা শেষ করতে হবে এক বছরের মধ্যে। বাকি ছয় মাসে চূড়ান্ত ফল প্রকাশ ও নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে।

৪৬তম পরীক্ষার্থীদের জন্য ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত
এদিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের সুবিধার্থে ৪৪তম বিসিএসের মে ও জুন মাসে নির্ধারিত মৌখিক পরীক্ষা স্থগিত করেছে।
বৃহস্পতিবার পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, যেসব পরীক্ষার্থী ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং মে-জুন মাসে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়সূচিতে রয়েছেন, শুধুমাত্র তাদের পরীক্ষাগুলো স্থগিত থাকবে।

পিএসসি আরও জানিয়েছে, আগামী ১৬ই জুনের পর যথাসম্ভব দ্রুত তাদের নতুন সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষা নেয়া হবে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে রয়েছেন একদল চাকরিপ্রার্থী। আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে টানা তিনদিন ধরে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status