অনলাইন
‘রাশিয়ার হয়ে লড়াই করছে চীনা সেনারা’, জেলেনস্কির দাবি উড়িয়ে দিলো বেইজিং
মানবজমিন ডিজিটাল
(১ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন
ইউক্রেন যুদ্ধে জড়িত পক্ষগুলোকে "দায়িত্বজ্ঞানহীন মন্তব্য" করা থেকে বিরত থাকতে বললো চীন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে রণক্ষেত্রে লড়াই করছে দেড় শতাধিক চীনা যোদ্ধা। দুই চীনা যোদ্ধাকে বন্দী করারও দাবি করছে ইউক্রেন কর্তৃপক্ষ। বুধবার স্থানীয় গণমাধ্যমগুলোকে এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার জেলেনস্কির বক্তব্য সম্পর্কে জানতে চাইলে, বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় "প্রাসঙ্গিক পক্ষগুলিকে" "দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান নিয়মিত সংবাদ সম্মেলনে ইউক্রেন বা জেলেনস্কির নাম উল্লেখ না করে বলেছেন - 'আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে চীনের ভূমিকা সঠিকভাবে এবং স্পষ্টভাবে তুলে ধরার পরামর্শ দেব। 'রাশিয়ার সাথে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক মস্কোকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তা দিয়েছে বলে পশ্চিমা সরকারগুলোর সমালোচনা সত্ত্বেও চীন তিন বছরের এই যুদ্ধে নিজেকে 'নিরপেক্ষ' হিসেবে চিত্রিত করেছে।
বুধবার জেলেনস্কি অভিযোগের সুরে বলেন যে, "যুদ্ধ অভিযানে চীনা নাগরিকদের প্রকাশ্যে সম্পৃক্ততা... যুদ্ধকে আরও বিস্তৃত করার একটি ইচ্ছাকৃত পদক্ষেপ। রাশিয়া অন্যান্য দেশকে যুদ্ধে টেনে আনছে। আমি বিশ্বাস করি যে তারা এখন এই যুদ্ধে চীনকে টেনে আনার চেষ্টা করছে। যদিও লিন বলেন, বেইজিং সবসময়ই তার নাগরিকদের যেকোনো ধরণের সশস্ত্র সংঘাতে নিজেদের লিপ্ত হতে নিষেধ করেছে। লিনের কথায় , চীন ইউক্রেন সংকটের স্রষ্টা বা পক্ষ নয়। আমরা শান্তিপূর্ণ সমাধানের দৃঢ় সমর্থক এবং সেক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবো। 'এর আগে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করার জন্য সেনা পাঠানোর অভিযোগ তোলে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো।
সূত্র : আরব নিউজ